রবিবার , ২৭ অক্টোবর ২০২৪ | ১২ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

পাকিস্তানের নতুন অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান

Paris
অক্টোবর ২৭, ২০২৪ ৮:১৬ অপরাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক :

মোহাম্মদ রিজওয়ানকে সাদা বলের ক্রিকেটে অধিনায়কের দায়িত্ব দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। রোববার (২৭ অক্টোবর) রিজওয়ানকে ওয়ানডে এবং টি-টোয়েন্টির নেতৃত্ব দেওয়ার কথা জানান পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি।

গত ২ অক্টোবর এই দুই ফরম্যাটের নেতৃত্ব ছাড়ার ঘোষণা দেন বাবর আজম। এরপরই পরবর্তী অধিনায়ক হিসেবে রিজওয়ানের নাম আলোচনায় আসে।

অধিনায়ক হিসেবে রিজওয়ানের প্রথম অ্যাসাইনমেন্ট হতে যাচ্ছে অস্ট্রেলিয়ার বিপক্ষে আগামী ৪ নভেম্বর শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি সিরিজ। এরপর অজিদের বিপক্ষেও ওয়ানডে সিরিজেও রিজওয়ানের নেতৃত্বে খেলবে পাকিস্তান।

জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজেও রিজওয়ান অধিনায়কত্ব করবেন। তবে টি-টোয়েন্টি সিরিজের দলে রিজওয়ান না থাকায় সেখানে অধিনায়ক হিসেবে তার জায়গা নেবেন সালমান আলী আগা। তাকে সাদা বলের ক্রিকেটে রিজওয়ানের ডেপুটি করা হয়েছে।

 

সূত্র: যুগান্তর

সর্বশেষ - খেলা