রবিবার , ২৭ অক্টোবর ২০২৪ | ১১ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

তত্ত্বাবধায়ক সরকারের সময় সাংবাদিকতা সহায়ক ছিল: প্রেস সচিব

Paris
অক্টোবর ২৭, ২০২৪ ১২:০১ অপরাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক :

অন্তর্বর্তী সরকার সাংবাদিকদের কণ্ঠরোধ করবে না। কোনো গণমাধ্যমও বন্ধ করা হবে না। এমনটা জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

শনিবার (২৬ অক্টোবর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর সি মজুমদার মিয়নায়তনে ‘ফ্যাসিবাদের বয়ান বনাম গণমানুষের গণমাধ্যম’ শীর্ষক এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

শফিকুল আলম বলেন, সরকার চায় বাংলাদেশের সাংবাদিকতা প্রাতিষ্ঠানিক রূপ নিক। যাতে মানুষ আবার তার কণ্ঠস্বর ফিরে পায়। আবারও যাতে ফ্যাসিবাদ কায়েম না হয় সেজন্য সবাইকে গণতন্ত্র সচেতন থাকতে হবে। এ সময় তত্ত্বাবধায়ক সরকারের সময় সাংবাদিকতা সহায়ক ছিল বলেও মন্তব্য করেন তিনি।

এদিকে নিউ এইজ পত্রিকার সম্পাদক নুরুল কবীর বলেন, সব গণমাধ্যম শুধুমাত্র সরকার ও রাষ্ট্রের দাসত্ব করেছে বিষয়টি সত্য নয়। সরকারের বিরুদ্ধে জনগণের অভিযোগগুলোর বেশিরভাগই তারা গণমাধ্যম থেকে জেনেছে। স্রোতের বিপরীতে সেইসব গণমাধ্যমগুলো ঝুঁকি নিয়ে কাজ করেছেন।

সূত্র: যুগান্তর

সর্বশেষ - জাতীয়