বৃহস্পতিবার , ২৪ অক্টোবর ২০২৪ | ৯ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

মালদ্বীপকে ১৩ গোল দেওয়া ভুটানকে সেমিফাইনালে পেলো বাংলাদেশ

Paris
অক্টোবর ২৪, ২০২৪ ৯:২০ অপরাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক :

নারী সাফ চ্যাম্পিয়নশিপে শিরোপা ধরে রাখার মিশনে বেশ ভালোভাবে টিকে আছে বাংলাদেশ। প্রথম দুই ম্যাচে পাকিস্তানের সঙ্গে ড্রয়ের পর ভারতকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে তারা। শেষ চারে প্রতিপক্ষ হিসেবে কাকে পাচ্ছে, সেটা জানার অপেক্ষায় ছিল সাবিনারা। চূড়ান্ত হয়েছে সেমিফাইনালের লাইনআপ। গ্রুপের শেষ ম্যাচে মালদ্বীপকে ১৩ গোল দেওয়া ভুটান বাংলাদেশের সামনে দাঁড়াচ্ছে।

‘বি’ গ্রুপে আজ বৃহস্পতিবার নিজেদের শেষ ম্যাচে ভুটান ১৩-০ গোলে হারিয়েছে মালদ্বীপকে। ডেকি লাজম হ্যাটট্রিকসহ চার গোল করেন।

আরেক গ্রুপ ম্যাচে নেপাল ৬-০ গোলে জেতে শ্রীলঙ্কার বিপক্ষে। সমান ৭ পয়েন্ট হলেও গোলব্যবধান গড়ে দিয়েছে দুই দলের পার্থক্য। নেপাল হয়েছে চ্যাম্পিয়ন, তারা খেলবে ‘এ’ গ্রুপের রানার্সআপ ভারতের সঙ্গে। আর ভুটান রানার্সআপ হওয়ায় তারা পাচ্ছে বাংলাদেশকে।

বাংলাদেশ অধিনায়ক সাবিনা খাতুন বলেছেন, ‘সেমিফাইনালে যেই দল আসুক না কেন, আমাদের লক্ষ্য ফাইনাল। তবে ম্যাচটি সহজ হবে না।’

আগামী ২৭ অক্টোবর কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে বেলা পৌনে দুইটায় মুখোমুখি হবে বাংলাদেশ ও ভুটান। সন্ধ্যা পৌনে ৬টায় খেলবে ভারত ও নেপাল। ৩০ অক্টোবর হবে শিরোপার লড়াই।

 

সূত্র: বাংলা ট্রিবিউন

সর্বশেষ - খেলা