মঙ্গলবার , ২২ অক্টোবর ২০২৪ | ৭ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

নতুন মাইলফলকে মুশফিক, বাংলাদেশি হিসেবে প্রথম

Paris
অক্টোবর ২২, ২০২৪ ৭:০৫ অপরাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক :

টেস্ট ক্রিকেটে নতুন এক মাইলফলকের দেখা পেয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুর টেস্টে দ্বিতীয় দিনে ব্যাট করতে নেমে বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে টেস্ট ক্রিকেটের ছয় হাজারি ক্লাবে প্রবেশ করেছেন তিনি।

মিরপুর টেস্টের দ্বিতীয় দিন শেষ মুশফিক অপরাজিত আছে ২৬ বলে ৩১ রানে। তবে এই ইনিংসে ২৮ রান করতেই ইতিহাসের পাতায় নাম উঠে যায় তার।

এই টেস্টে মাঠে নামার আগে ছয় হাজার টেস্ট রান পূর্ণ করতে মুশফিকের প্রয়োজন ছিল ৩৯ রান। তবে মুশফিক প্রথম ইনিংসে ১১ রানে আউট হয়ে গেলে ৬ হাজারি ক্লাবে প্রবেশের অপেক্ষা দীর্ঘ হয় তার। দ্বিতীয় ইনিংসে অবশেষে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারলেন তিনি। মিরপুর টেস্ট শুরুর আগে বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে টেস্টে ৬ হাজার রানের মাইলফলক স্পর্শ করতে তার দরকার ছিল ৩৯ রান।

টেস্টে ৬ হাজার রান করতে মুশফিক খেলেছেন ৯৩ টেস্ট। এখন পর্যন্ত ৩৮.৪৮ গড়ে ফরম্যাটটিতে তার রান ৬০০৩। টেস্টে ১১টি সেঞ্চুরি ও ২৭ ফিফটি করেছেন মুশফিক। সবমিলিয়ে টেস্ট ক্রিকেটে এখন পর্যন্ত ছয় হাজার বা তার বেশি রান করেছেন ৭৪ জন।

টেস্টে বাংলাদেশের পাঁচ সর্বোচ্চ রান সংগ্রাহক

মুশফিকুর রহিম – ৯৩ টেস্টে ৬০০৩ রান

তামিম ইকবাল – ৭০ টেস্টে ৫১৩৪

সাকিব আল হাসান – ৭১ টেস্টে ৪৬০৯

মুমিনুল হক – ৬৬ টেস্টে ৪২৬৯

হাবিবুল বাশার ৫০ টেস্টে ৩০২৬

 

সূত্র: যুগান্তর

সর্বশেষ - খেলা