বৃহস্পতিবার , ১৭ অক্টোবর ২০২৪ | ১লা কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

পাকিস্তানের চ্যাম্পিয়নস ট্রফিতে পানি ঢেলে দিচ্ছে ভারত!

Paris
অক্টোবর ১৭, ২০২৪ ১২:৩৪ অপরাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

এবারও আলোচনা টেবিলের খেলায় পাকিস্তানকে হারিয়ে দিচ্ছে ভারত। চ্যাম্পিয়নস ট্রফিতে অংশ নিতে পাকিস্তানে যাবে না রোহিত শর্মার দল। প্রয়োজনে তাদের দাবি অনুযায়ী, চ্যাম্পিয়নস ট্রফিতে ভারতের ম্যাচগুলো ভিন্ন কোথায় আয়োজন করতে হবে। অর্থাৎ এশিয়া কাপের মতো চ্যাম্পিয়নস ট্রফিও হতে যাচ্ছে ‘হাইব্রিড মডেলে’। এমন ইঙ্গিত মিলেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) পক্ষ থেকে।চ্যাম্পিয়নস ট্রফি নিয়ে কথা বলতে গিয়ে ইসিবি চেয়ারম্যান রিচার্ড থম্পসন বলেন, টুর্নামেন্টে ভারতের না খেলাটা ক্রিকেটের জন্য ভালো হবে না।

ভারতকে নিয়ে এই অনিশ্চয়তার কারণ, ২০০৮ সালের পর ভারত আর কখনোই পাকিস্তান সফরে যায়নি। ভারত সরকারের অনুমোদন না থাকায় ২০১২–১৩ মৌসুমের পর দ্বিপক্ষীয় সিরিজও খেলেনি দুই দল। সবশেষ পাকিস্তানের মাটিতে এশিয়া কাপেও অংশ নেয়নি ভারত। পরে বাধ্য হয়ে ভারতের ম্যাচগুলো শ্রীলংকায় সরিয়ে নিতে হয়েছিল এসিসিকে। এবারও সেই আভাস মিলছে।

বুধবার এক বিবৃতিতে ইসিবি চেয়ারম্যান দুই দেশের ক্রিকেটীয় অচলাবস্থা নিরসনে বিসিসিআই প্রধান জয় শাহকে বড় ভূমিকা রাখতে হবে উল্লেখ করে বলেন, ‘এখানে ভূরাজনীতি আছে। এরপর ক্রিকেটীয় ভূরাজনীতিও আছে। আমি মনে করি, তারা একটা সমাধানের পথ খুঁজে পাবে। খুঁজে পেতেই হবে।’

এদিকে পাকিস্তান অবশ্য নানা সময় বলে আসছে, চ্যাম্পিয়নস ট্রফি আয়োজন নিয়ে ছাড় দেবে না তারা। প্রয়োজনে ভারতকে ছাড়াই টুর্নামেন্ট আয়োজন করবে পাকিস্তান। তবে বিষয়টি যে হিতের বিপরীত হবে তা মনে করিয়ে দিয়েছেন ইসিবির প্রধান নির্বাহী রিচার্ড গোল্ড।

তার মতে, ভারত বা পাকিস্তানের মতো দলকে ছাড়া চ্যাম্পিয়নস ট্রফি আয়োজন করা সম্প্রচার স্বত্বের দিক থেকে নেতিবাচক প্রভাব পড়বে। আর তেমন পরিস্থিতি এড়াতে ‘অনেক বিকল্প ও জরুরিকালীন পরিকল্পনা আছে’ বলে জানান তিনি। আর সেই বিকল্পের একটি হাইব্রিড মডেল।সূত্র: যুগান্তর

সর্বশেষ - খেলা