রবিবার , ১৩ অক্টোবর ২০২৪ | ২৮শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

আমি নাস্তিক হয়েও হিন্দুদের পুজোয় যাই: তসলিমা নাসরিন

Paris
অক্টোবর ১৩, ২০২৪ ২:০৫ অপরাহ্ণ

 

সিল্কসিটি নিউজ ডেস্ক:

বাংলাদেশ থেকে নির্বাসিত প্রথিতযশা লেখিকা তসলিমা নাসরিন সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সরব থাকেন। বিশেষ করে নিজের ফেসবুক প্রফাইলে বিভিন্ন ইস্যুতেই মনের কথা প্রকাশ করেন তিনি। এবার দুর্গাপূজা নিয়ে বেশ কিছু পোস্ট করেছেন লেখিকা।

গতকাল শনিবার তিনি পূজোর ভোগ হিসেবে পান্তা ভাত, মাছের ডিমের বড়া, ইলিশ মাছ ভাজা, ছোলার ডাল, চাটনি এবং জর্দা ভাত খাওয়ার কথা জানিয়েছেন। এ নিয়ে তিনি লিখেছেন, ‘অবাঙালিরা পুজোর দিনগুলোতে মাছ-মাংসের কথা কল্পনাও করতে পারে না।’

এদিকে নাস্তিক হয়েও পূজায় অংশ নেওয়ার কারণ প্রকাশ করলেন তসলিমা। এ নিয়ে  তিনি লিখেছেন, ‘অনেকে বলছে, তসলিমা নিজেকে নাস্তিক বলে, কিন্তু হিন্দুদের পুজোয় যায়। হ্যাঁ আমি নাস্তিক, নাস্তিক হয়েও আমি হিন্দুদের পুজোয় যাই। যাই, কারণ অত্যন্ত শ্রদ্ধাভরে আমাকে তারা আমন্ত্রণ জানায়। পুজোর অনুষ্ঠানে আমি বলি, ‘আমি নাস্তিক, আমি হিন্দু নই, আমি হিন্দু, ক্রিস্টান, বৌদ্ধ, ইহুদি, ইসলাম কোনও ধর্মেই বিশ্বাস করি না।’ হিন্দুরাও জানে, যে, আমি ধর্মবিশ্বাসী মানুষ নই, আমি নাস্তিক। আমি নাস্তিক বলে তাদের কোনও আপত্তি নেই, তাদের কোনও অসুবিধে হয় না আমাকে দিয়ে পুজোর উদ্বোধন করাতে, কোনও অসুবিধে হয় না আমাকে পুজো মণ্ডপের মঞ্চে তুলে সম্বর্ধনা দিতে। কোনও অসুবিধে হয় না আমাকে তাদের ভগবানের বেদিতে তুলতে। আমি প্রদীপ জ্বালিয়ে পুজোর উদ্বোধন করি। বিজ্ঞানবিশ্বাসী হিসেবে আমি যে কোনও ধর্মের মতো হিন্দু ধর্মেরসমালোচনা করি, তাদের বিভিন্ন আচার অনুষ্ঠানের সমালোচনা করি, নারীবাদী হিসেবে তাদের করভা চৌত, সিঁদুর খেলা, শাঁখা সিঁদুরের সমালোচনা করি। এ কারণে তারা আমাকে বহিষ্কার করেনি, ঘৃণা করেনি, আমাকে মুণ্ডু কেটে নেওয়ার ফতোয়া দেয়নি।’

তিনি আরও লেখেন, ‘যে মুসলমানরা আমাকে ধিক্কার দিচ্ছে হিন্দুদের পুজোয় যাই বলে, তারা কি হিন্দুদের মতো উদার হতে পারবে? পারবে আমাকে, এক নাস্তিককে, যে ধর্মবিশ্বাসী নয়, যে অন্য ধর্মের মতো ইসলামেরও সমালোচনা করে, তাকে দিয়ে মসজিদের উদ্বোধন করাতে? পারবে আমাকে মসজিদের ইমাম বানাতে যার পেছনে দাঁড়িয়ে পুরুষেরা নামাজ পড়বে? আমাকে কি পুরুষেরা যে মিলাদে উপস্থিত থাকে, সেই মিলাদ পড়াতে দেবে? তাদের মসজিদ কমিটির নেত্রী করবে আমাকে? না তারা করবে না। তারা শুধু ঘৃণা করবে, তাদের আশেপাশে আমাকে পেলে তারা আমার ‘কল্লা কাটবে’। এটিই তারা জানে ভাল।’

তসলিমা নাসরিন বর্তমানে ভারতের দিল্লিতে রাজনৈতিক আশ্রয়ে অবস্থান করছেন। তার এই পোস্টটি সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে, যেখানে অনেকেই তাদের মতামত ও মন্তব্য প্রকাশ করেছেন।

শাহীন শাহেদ নামে একজন মন্তব্য করেছেন, ‘মুসলমানের চেয়ে অন্য যেকোনো ধর্মাবলম্বীদের সহনশীলতা অনেক বেশি। একমাত্র মুসলিম বাদে অন্য সব ধর্মের লোকজন ধর্ম নিয়ে বাড়াবাড়ি করে না।’

অন্য একজন লিখেছেন, ‘এটাই সত্য। সত্য ও সুন্দরকে মেনে নেওয়ার সাহস তাদের কোনো কালেই ছিল না। আর হবেও না।’

সর্বশেষ - আন্তর্জাতিক