শনিবার , ১২ অক্টোবর ২০২৪ | ২৭শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

শেষ ম্যাচে যেমন হতে পারে বাংলাদেশের একাদশ

Paris
অক্টোবর ১২, ২০২৪ ১০:৫৭ পূর্বাহ্ণ
শেষ ম্যাচে যেমন হতে পারে বাংলাদেশের একাদশ

সিল্কসিটিনিউজ ডেস্ক :

ভারতের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের শেষ টি-টোয়েন্টিতে আজ সন্ধ্যা সাড়ে ৭টায় মাঠে নামবে বাংলাদেশ। আগের দুই ম্যাচে হেরে যাওয়ায় এই ম্যাচটি বাংলাদেশের জন্য হোয়াইটওয়াশ এড়ানোর। ম্যাচটি আবার মাহমুদউল্লাহ রিয়াদের শেষ আন্তর্জাতিক টি-টোয়েন্টি। এই ম্যাচে তাই জয় দিয়েই ভারত সফরের ইতি টানতে চায় নাজমুল হোসেন শান্তর দল। পরিবর্তন আসতে পারে একাদশেও।

ভারতের সফরের শেষ ম্যাচে ওপেনার পারভেজ হোসেন ইমনের জায়গায় দেখা যেতে পারে তানজিদ হাসান তামিমকে। জাকের আলীর জায়গায় অফস্পিনার মাহেদী হাসানকেও দেখা যেতে পারে একাদশে। এছাড়া একাদশে পরিবর্তন আসার তেমন কোনো সম্ভাবনা নেই।

ভারতের বিপক্ষে অবশ্য এখনও নিজেদের সেরা ক্রিকেট খেলতে পারেনি বাংলাদেশ। এতদিন ব্যাটিং নিয়ে দুশ্চিন্তা করতে হলেও এখন নতুন করে বোলিং নিয়েও দুশ্চিন্তা করতে হচ্ছে টিম ম্যানেজমেন্টকে। প্রথম দুই ম্যাচের কোনোটিতেই যে খুব একটা সুবিধা করতে পারেনি বাংলাদেশি বোলাররা।

তাছাড়া হায়দরাবাদের উইকেট ব্যাটিং বান্ধব হওয়ায়। সবশেষ আইপিএলে এখানে রান বন্যা হওয়ায়; এখানে বাড়তি বোলার খেলানোর পথে হাঁটতে পারে বাংলাদেশ। ফলে জাকের আলীর জায়গায় বাড়তি একজন বোলার খেলাতে পারে বাংলাদেশ।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ: তানজিদ হাসান তামিম, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ, মেহেদী হাসান মিরাজ, শেখ মাহেদী, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান।

 

সূত্র: যুগান্তর

সর্বশেষ - খেলা