বৃহস্পতিবার , ১০ অক্টোবর ২০২৪ | ২৫শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

সিরিজ খুইয়ে তাসকিন বললেন এটাই বাস্তবতা

Paris
অক্টোবর ১০, ২০২৪ ৯:৫৯ পূর্বাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক :

ভারতের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতেও বাজে ভাবে হেরেছে বাংলাদেশ। ২২১ রান তাড়া করতে নেমে বাংলাদেশ করতে পেরেছে ১৩৫ রান। ম্যাচ হেরেছে ৮৬ রানের বড় ব্যবধানে। ফলে তিন ম্যাচের সিরিজে এখন হোয়াইটওয়াশের পথে বাংলাদেশ। দলের এমন পারফরম্যান্সকে বাস্তবতা বলেই মেনে নিয়েছেন তাসকিন আহমেদ।

বর্তমান সময়ে বাকি দলগুলো যখন ২০০+ রান তাড়া করে অবলীলায় ম্যাচ জেতে। সেখানে বাংলাদেশ লড়াইটুকু পর্যন্ত করতে পারেনি। আর এর জন্য বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের উইকেটকে দায়ী করেছেন তাসকিন। মিরপুরের স্লো উইকেটে খেলে ব্যাটারদের মানসিকতা আটকে আছে ১৩০-১৫০-এ; বলে মনে করেন তাসকিন।

ভারতের বিপক্ষে সিরিজ খুইয়ে তাসকিন বলেন, ‘ওরা (ভারত) বিশ্বের সেরা দল। ওরা আমাদের চেয়ে অভিজ্ঞ। ওদের কন্ডিশনে তো ওরা ভালোই। উইকেট পড়লেও ওরা আমাদের বোলারদের বিপক্ষে চড়াও হয়েছে। বড় স্কোর হওয়ায় মারতে গিয়ে আমরা দ্রুত উইকেট হারিয়েছি, ছন্দ হারিয়েছি।’

ভালো উইকেটে ব্যাটিং-বোলিং নিয়ে তাসকিন বললেন, ‘ওদের মতো শুয়ে-বসে খেলতে গেলে আমাদের দেশে হয়তো বল মুখে লাগবে। ওরা ছোট থেকেই ভালো উইকেটে খেলে এভাবে খেলার অভ্যাস করেছে।’

ভারতীয় ব্যাটারদের সঙ্গে বাংলাদেশি ব্যাটারদের পার্থক্যের কারণ আইপিএল কিনা; এ ব্যাপারে তাসকিন বলেন, ‘এটা অবশ্যই একটা ব্যাপার। আইপিএলে বেশির ভাগ ম্যাচই হাই স্কোরিং হয়। ওরা জানে কিভাবে বড় স্কোর তাড়া করতে হয়, বড় স্কোর কিভাবে করতে হয়। ওদের কাছে ১৮০-২০০ রান খুবই স্বাভাবিক। আমাদের জন্য যেটা ঘরের মাঠে ১৩০, ১৪০, ১৫০ রান। সুতরাং আমাদের এই অভ্যাসটা কিন্তু খুবই কম, এটা বাস্তবতা।’

 

সূত্র: যুগান্তর

সর্বশেষ - খেলা