রবিবার , ৬ অক্টোবর ২০২৪ | ২২শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

একদিনে সর্বোচ্চ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি

Paris
অক্টোবর ৬, ২০২৪ ৮:৪২ অপরাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক :

এডিস মশাবাহী ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও এক হাজার ২২৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন, যা চলতি বছরে একদিনে সর্বোচ্চ। এই সময়ে রোগটিতে মৃত্যু হয়ে আরো চার জনের।

রবিবার (০৬ অক্টোবর) দেশের ডেঙ্গু পরিস্থিতির এমন তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। গত বছরের ৬ অক্টোবর সর্বোচ্চ ১ হাজার ২২১ জন হাসপাতালে ভর্তি হয়েছিল।

নতুন রোগীদের নিয়ে বর্তমানে হাসপাতালে ভর্তি আছে তিন হাজার ৬০৩ জন। এর মধ্যে ঢাকায় এক হাজার ৮১২, ঢাকার বাইরে বিভিন্ন জেলায় এক হাজার ৭৯১ জন। এ নিয়ে চলতি বছরে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৬ হাজার ৫৯০ জনে। এদের মধ্যে মারা গেছেন ১৮৬ জন।

ডেঙ্গু আক্রান্তদের মধ্যে ৬৩ দশমিক ২০ শতাংশ পুরুষ এবং ৩৬ দশমিক ৮০ শতাংশ নারী। এ ছাড়া এখন পর্যন্ত মৃত ১৮৬ জনের মধ্যে ৫০ দশমিক ৫০ শতাংশ নারী এবং ৪৯ দশমিক ৫০ শতাংশ পুরুষ।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, দেশে চলতি বছর সবচেয়ে বেশি ৮ হাজার ১৪৪ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসএসি) বিভিন্ন হাসপাতালে। মৃত্যু হয়েছে ৯৯ জনের।

দ্বিতীয় সর্বোচ্চ ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। আক্রান্ত ৭ হাজার ৩৫২ ও মৃত্যু ২৬ জনের। এরপর ৭ হাজার ৩১১ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন চট্টগ্রাম বিভাগের বিভিন্ন হাসপাতালে। মৃত্যু ২১ জনের।

 

সূত্র: কালের কণ্ঠ

সর্বশেষ - জাতীয়