বুধবার , ২ অক্টোবর ২০২৪ | ২১শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে প্রণয় ভার্মার সাক্ষাৎ

Paris
অক্টোবর ২, ২০২৪ ১০:০৯ অপরাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক :

ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এই সাক্ষাতে দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। সাক্ষাতের বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্কের উন্নয়নে দুই দেশের একসঙ্গে কাজ করা প্রয়োজন বলে জোর দেওয়া হয়।

নিউইয়র্কে ৭৯তম জাতিসংঘ অধিবেশনের সাইডলাইনে পররাষ্ট্র উপদেষ্টা এবং ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্করের মধ্যে বৈঠকের কথা উল্লেখ করে পররাষ্ট্র উপদেষ্টা এবং হাইকমিশনার উভয় দেশের মধ্যে নিয়মিত দ্বিপক্ষীয় প্রক্রিয়া সক্রিয় করার গুরুত্বের ওপর জোর দেন।

পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা এবং হাইকমিশনার দুই দেশের বাণিজ্য, প্রকল্প এবং জনগণের মধ্যে যোগাযোগের ক্ষেত্রে সহযোগিতা নিয়ে আলোচনা করেন। ভারতীয় হাইকমিশনের নিয়মিত ভিসা প্রক্রিয়া পুনরায় শুরু করার গুরুত্ব নিয়েও আলোচনা হয়।

 

সূত্র: বাংলাদেশ প্রতিদিন

সর্বশেষ - জাতীয়