মঙ্গলবার , ১ অক্টোবর ২০২৪ | ২২শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

শিক্ষা কর্মকর্তাকে হুমকি: রাজশাহী মহানগর যুবদলের সাবেক সভাপতিকে বহিস্কার

Paris
অক্টোবর ১, ২০২৪ ১১:৪১ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক:

শিক্ষা অফিসে তালা ঝুলানোর অভিযোগে রাজশাহী মহানগর যুবদলের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ সুইটকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।এছাড়াও রাজশাহী কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক তোরাব আলী পারভেজকেও বহিস্কার করা হয়েছে। গতকাল সোমবার রাজশাহী মহানগর বিএনপির আহ্বায়ক ও সদস্য সচিব সাক্ষরিত পৃথক দুই চিঠিতে এ ব্যবস্থা নেওয়া হয়।

এর আগে গতকাল মঙ্গলবার আবুল কালাম সুইটার নেতৃত্বে একটি দল রাজশাহী মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরে যান। এ সময় তারা পরিচালক ড. বিশ্বজিৎ ব্যানার্জির পক্ষে তালা ঝুলে তাকে প্রাণ নাসের হুমকি দেন। একপর্যায়ে তাকে জোর করে অফিস থেকে বের করে দেন। এ ঘটনায় বিশ্বজিৎ ব্যানার্জি অভিযোগ করলে রাজশাহী মহানগর জেলা বিএনপি আবুল কালাম আজাদ সুইটের বিরুদ্ধে সাংগঠনের সকল সদস্য পদ থেকে অব্যাহতি দেয়া হয়।

রাজশাহী মহানগর বিএনপির আহব্যাক অ্যাডভোকেট এরশাদ আলী ইশা, সদস্য সচিব মামুন অর রশিদ ও সিনিয়র যুগ্ন আহবায়ক নজরুল হুদা স্বাক্ষরিত এক চিঠিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিষয়টা নিশ্চিত করেছেন রাশি মহানগর বিএনপির সদস্য সচিব মামুন অর রশিদ। তিনি বলেন দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে আর সাবেক যুবদল মহানগর সভাপতি আবুল কালাম আজাদ সুইটের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হয়।

 

 

সর্বশেষ - রাজশাহীর খবর