মঙ্গলবার , ১ অক্টোবর ২০২৪ | ১৬ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

‘শ্রমিকদের ন্যায্য দাবি মেনে সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতে হবে’

Paris
অক্টোবর ১, ২০২৪ ৬:২১ পূর্বাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক :

আশুলিয়ায় শ্রমিক হত্যার তীব্র নিন্দা জানিয়ে হত্যা-গুলিবর্ষণ-নির্যাতন বন্ধ করে অর্থবহ সংলাপের মাধ্যমে শ্রমিকদের ন্যায্য দাবি মেনে নিয়ে শিল্পে সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনার আহ্বান জানিয়েছে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (সিপিবি)।

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মো. শাহ আলম ও সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স সোমবার (৩০ সেপ্টেম্বর) এক যৌথ বিবৃতিতে এ আহ্বান জানান।

বিবৃতিতে নেতারা বলেন, দীর্ঘদিন যাবত শ্রমিকদের শোষণ নির্যাতন করা হয়েছে। ট্রেড ইউনিয়ন অধিকার না দিয়ে গণতন্ত্রের চর্চা করতে দেওয়া হয়নি। অনেকগুলো কারখানায় বকেয়া বেতন না দিয়ে অতীতের ন্যায় দমন-পীড়ন চালিয়ে শ্রমিকদের বিক্ষুব্ধ করা হয়েছে। আইন ভঙ্গকারী মালিকদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নিয়ে শ্রমিক ছাটাই, শ্রমিক নির্যাতন এমনকি গুলিবর্ষণ করে ‘শিল্প সম্পর্ক’ বিনষ্ট করে উৎপাদন ও অর্থনৈতিক কর্মকাণ্ডকে সংকটাপন্ন করা হচ্ছে।

এমতাবস্থায় শিল্পে সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতে অর্থবহ সংলাপ বিশেষ করে কারখানাভিত্তিক দ্বিপাক্ষিক/ত্রিপাক্ষিক আলোচনার মাধ্যমে ন্যায্য দাবি মেনে নিয়ে যুক্তিযুক্ত সমাধানের দাবি জানান নেতারা।বিবৃতিতে দুই নেতা আরও বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনের ফলে জুলাই-আগস্টের ‘ছাত্র-শ্রমিক-জনতার বিজয়’ দীর্ঘদিন যাবত চরম বৈষম্যের শিকার শ্রমজীবী মেহনতি মানুষের মধ্যেও অধিকার আদায়ের সংগ্রাম জোরদার করার সাহস যুগিয়েছে। বিষয়টি বিবেচনায় নিয়ে অতিসত্বর ন্যায়সঙ্গত সমাধান না করলে, সম্প্রতি পরাজিত অগণতান্ত্রিক শক্তিতো বটেই, এমনকি প্রতিক্রিয়াশীল শক্তিও এর সুযোগ নেবেন। যাতে দেশ আরও ভয়ানক বিপদের সম্মুখিন হবে, যা কারো জন্যই মঙ্গল বয়ে আনবে না।

সেই সঙ্গে শ্রমিক হত্যার বিচার, হতাহতদের সুচিকিৎসা, ক্ষতিপূরণেরও দাবি জানান সিপিবির নেতারা।

 

সূত্র: যুগান্তর

সর্বশেষ - জাতীয়