সোমবার , ২৩ সেপ্টেম্বর ২০২৪ | ৮ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

বাউয়েটের আইন ও বিচার বিভাগের প্রধান হলেন রুমানা শারমিন

Paris
সেপ্টেম্বর ২৩, ২০২৪ ১২:২৭ পূর্বাহ্ণ

বাগাতিপাড়া প্রতিনিধি :
নাটোরের বাগাতিপাড়ায় বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির (বাউয়েট) আইন ও বিচার বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে নিয়োগ পেলেন একই বিভাগের সহকারী অধ্যাপক রুমানা শারমিন বর্ষা।

রোববার বাউয়েট থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী সহকারী অধ্যাপক রুমানা শারমিন বর্ষাকে আইন ও বিচার বিভাগের প্রধান হিসেবে নিয়োগ প্রদান করা হয়েছে। এই আদেশ চলতি বছরের ২৮ আগস্ট থেকে কার্যকর হয় এবং পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত তা বলবৎ থাকবে।

একই সাথে তাকে নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে বনলতা হলের প্রভোস্ট হিসেবেও দায়িত্ব প্রদান করা হয়। শিক্ষক রুমানা শারমিন বর্ষা গত বছরের ৯ জুলাই বাউয়েটে সহকারী অধ্যাপক হিসেবে যোগদান করেন। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ থেকে এলএলবি অনার্স এবং এলএলএম ডিগ্রী অর্জন করেন। বর্তমানে তিনি খুলনা বিশ্ববিদ্যালয়ের ল’ ডিসিপ্লিন-এর অধীনে পিএইচডি প্রোগ্রামে অধ্যয়নরত আছেন।

সর্বশেষ - রাজশাহীর খবর