বৃহস্পতিবার , ১৯ সেপ্টেম্বর ২০২৪ | ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

শ্রীলঙ্কাকে উড়িয়ে বিশ্বকাপের প্রস্তুতি দারুণভাবে সারল বাংলাদেশ

Paris
সেপ্টেম্বর ১৯, ২০২৪ ৯:৩৭ অপরাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক :

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতিটা দুর্দান্তভাবেই সারল বাংলাদেশ নারী দল। ‘এ’ দলের খেলা হলেও জাতীয় দলের মোড়কেই শ্রীলঙ্কা সফরে যান নিগার সুলতানা জ্যোতি-রাবেয়া খানরা। ওয়ানডের পর ৪-১ ব্যবধানে এবার টি-টোয়েন্টি সিরিজেও জয় পেয়েছে অধিনায়ক রাবেয়ার দল।

সিরিজের শেষ টি-টোয়েন্টিতে আজ প্রতিপক্ষ শ্রীলঙ্কাকে একদম উড়িয়ে দিয়েছে বাংলাদেশ ‘এ’ দল।

স্বাগতিকদের ৫৪ রানে অলআউট করে ৮ উইকেটের জয় পেয়েছে বাংলাদেশ। বল বাকি ছিল ৫০টি। শ্রীলঙ্কার ইনিংসের স্কোরকার্ডকে বলা যায় মোবাইলের ডিজিট। নয়ে নামা চিতানা ভিমুক্তি (১১ রান) ছাড়া আর কোনো ব্যাটার দুই অঙ্ক স্পর্শ করতে পারেননি।

ধারাবাহিকভাবে ব্যাটারদের ইনিংস হচ্ছে ৯, ০, ০, ৬, ৯, ৬, ৬, ০, ১১, ০, ০।
লঙ্কান মেয়েদের কম রানে অলআউট করার শুরুটা মারুফা আক্তার করলেও ৩ উইকেট নিয়ে বাংলাদেশের সেরা বোলার অধিনায়ক রাবেয়া। অন্যদিকে দুটি করে উইকেট নিয়েছেন মারুফা, নাহিদা আক্তার ও ফাহিমা খাতুন।

৫৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দলীয় ৩ রানে সাথি রানি (০) ও মুর্শিদা খাতুন ফিরলেও সহজ জয় পেতে সমস্যা হয়নি বাংলাদেশের।

তৃতীয় উইকেটে অপরাজিত ৫৩ রানের জুটি গড়ে দলকে ৮ উইকেটের জয় এনে দিয়েছেন দিলারা আক্তার ও জ্যোতি। ৫০ বল হাতে রেখে জয় পাওয়ার ম্যাচে ৩৩ রান করেন দিলারা। আর ১৪ রানে অপরাজিত থাকেন জ্যোতি।

 

সূত্র: কালের কণ্ঠ

সর্বশেষ - খেলা