বুধবার , ১৮ সেপ্টেম্বর ২০২৪ | ২৫শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

সালমা-রুমানা যে কারণে বিশ্বকাপ দলে নেই

Paris
সেপ্টেম্বর ১৮, ২০২৪ ৯:১৭ অপরাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক :

আগামী ৩ অক্টোবর থেকে সংযুক্ত আরব আমিরাতে নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপের পর্দা উঠবে। টুর্নামেন্টের জন্য আজ ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন দলে বড় চমক এখনও অভিষেক না হওয়া মিডল অর্ডার ব্যাটার তাজ নিহার। এই দলে ডাক পেয়েছেন সোবহানা মোস্তারি, সাথী রানি, ফাহিমা খাতুন ও ২০ বছর বয়সী দিশা বিশ্বাস।

অথচ বাংলাদেশের বিশ্বকাপ দলে নেই দুই অভিজ্ঞ ক্রিকেটার সাবেক অধিনায়ক সালমা খাতুন ও রুমানা আহমেদ। জাতীয় দলের এই অভিজ্ঞ দুই ক্রিকেটারের ভবিষ্যৎ কী?

এমন প্রশ্নের জবাবে বুধবার মিরপুরে সাংবাদিকদের নারী দলের নির্বাচক সাজ্জাদ আহমেদ শিপন জানান, ‘সালমা-রুমানার ব্যাপারটা হলো, বোর্ডের তরফ থেকে ব্যক্তিগতভাবে আমরা তাদের সঙ্গে কথা বলেছি। ওরা যদি শেষ ম্যাচটা খেলতে চায়, আমরা ওদের স্বাগত জানাব। একটা ম্যাচ খেলিয়ে ওদের আনুষ্ঠানিকভাবে বিদায় দিতে পারব।’

তিনি আরও বলেছেন, ‘এর সঙ্গে এটাও বলেছি, বোর্ডের কোনো জায়গায় ওরা চেষ্টা করতে পারেু কোচিং বা আম্পায়ারিংয়ে। ওরা এভাবে চিন্তা করছে। সম্ভবত এই বছর খেলবে, তারপর আর আমার মনে হয় না।’

তিনি আরও বলেন, ‘সালমা আপাতত জাতীয় দলের পরিকল্পনায় নেই। এক বছর হয়ে গেছে দলের বাইরে। রুমানাকে আমরা এশিয়া কাপে নিয়েছিলাম মিডল অর্ডার হিসেবে। কিন্তু সে ভালো ব্যাটিং করেনি। আর এই মুহূর্তে আমার কাছে মনে হয়েছে তার যে ব্যাটিং, আসলে টি-টোয়েন্টির সঙ্গে আপাতত যাচ্ছে না। এ জায়গায় আমরা ভিন্নভাবে চিন্তা করেছি। ওর জায়গায় নতুন খেলোয়াড় এসেছে তাজ নিহার, সে ভালো স্ট্রাইকার হিসেবে মিডল অর্ডারে সাপোর্ট দিতে পারবে।’

 

সূত্র: যুগান্তর

সর্বশেষ - খেলা