শনিবার , ১৪ সেপ্টেম্বর ২০২৪ | ২৬শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

যুদ্ধাঞ্চলে শিশুদের সুরক্ষার আহ্বান তুর্কি ফার্স্ট লেডির

Paris
সেপ্টেম্বর ১৪, ২০২৪ ৭:০২ অপরাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক :

যুদ্ধ বা বিরোধপূর্ণ অঞ্চলগুলোতেও শিশুদের জন্য একটি মর্যাদাপূর্ণ ভবিষ্যত নিশ্চিত করার জন্য বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন তুরস্কের ফার্স্ট লেডি এমিন এরদোগান। শিশু অধিকার রক্ষায় অবিলম্বে বিশ্ব সম্প্রদায়কে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দিকে জোর দিতে বলেছেন তিনি।

কিয়েভে অনুষ্ঠিত চতুর্থ স্পাউসেস অফ লিডারস সামিটে এক ভিডিও বার্তায় এসব কথা বলেন এমিন এরদোগান।

সংবিধান সংশোধনে বাধ্য করা উচিত হবে না: বিলাওয়াল

এ সময় ইউক্রেন, সিরিয়া এবং গাজার মতো যুদ্ধ-বিধ্বস্ত অঞ্চলে শিশুদের দুর্দশার কথা তুলে ধরেন এমিন এরদোগান। তিনি বলেন, বিশ্ব এই শিশুদের ‘লড়াই বা মারা যাওয়ার জন্য ভবিষ্যতের কাছে ঋণী থাকবে।

‘শিশু সুরক্ষা’ এর উপর দৃষ্টি নিবদ্ধ করা শীর্ষ সম্মেলনে ভাষণ দিতে গিয়ে, সংঘাতপূর্ণ অঞ্চলে শিশুদের অধিকারের প্রতি ক্রমবর্ধমান হুমকির বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন এমিন এরদোগান। তিনি মর্মান্তিক বাস্তবতা তুলে ধরে বলেন, শিশুদের নিবন্ধন না করেই কবর দেওয়া হচ্ছে এবং শিশুদের মৃত্যু নিছক যুদ্ধের হতাহতের ঘটনা হিসেবে দেখা হচ্ছে। মানবতার ভবিষ্যৎ শিশুদের মাধ্যমে বিকাশ লাভ করে, তবুও আজ আমরা তাদের জীবনের অধিকার রক্ষায় বিশ্বব্যাপী অভাব প্রত্যক্ষ করছি।’

এমিন এরদোগান গাজায় চলমান মানবিক সংকটের দিকে বিশেষ মনোযোগ আকর্ষণ করেছেন বিশ্ব নেতাদের। যেখানে প্রতি দশ মিনিটে শিশু মারা যাচ্ছে এবং দশজনের মধ্যে নয়জন ক্ষুধার্ত ও তৃষ্ণার সম্মুখীন হচ্ছে বলেও ভাষণে বলেন এমিন এরদোগান।

বিশ্ব সম্প্রদায়ের দিকে প্রশ্ন ছুড়ে দিয়ে তুরস্কের ফার্স্ট লেডি আরও বলেন, ‘আমরা কীভাবে এমন একটি বিশ্বকে মেনে নিতে পারি যেখানে একটি শিশু বলে, ‘আমি খুব ক্লান্ত, আমি মরে গিয়ে বিশ্রাম নিতে চাই,’ জীবনের চেয়ে মৃত্যুকে পছন্দ করি?’

 

সূত্র: যুগান্তর

সর্বশেষ - আন্তর্জাতিক