মঙ্গলবার , ১০ সেপ্টেম্বর ২০২৪ | ২৭শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

‘টেস্ট পারফরম্যান্সের ধারাবাহিকতা ধরে রাখা বড় চ্যালেঞ্জ’

Paris
সেপ্টেম্বর ১০, ২০২৪ ৯:৫৭ অপরাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক :

পাকিস্তান সফর শেষে ভারত সফরের অপেক্ষায় বাংলাদেশ ক্রিকেট দল। ১৯ সেপ্টেম্বর চেন্নাইয়ে ভারতের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। ২৭ সেপ্টেম্বর কানপুরে শুরু হবে দ্বিতীয় টেস্ট।

ভারত সফরে যাওয়ার আগে মঙ্গলবার মিরপুরে অনুশীলন শেষে বাংলাদেশ দলের তারকা ব্যাটসম্যান লিটন কুমার দাস বলেছেন, ভারত অনেক ভালো দল, তাদের বিপক্ষে ভালো খেলাটা আমাদের জন্য বড় চ্যালেঞ্জ।

এক প্রশ্নের জবাবে লিটন বলেন, ‘পাকিস্তান সফরে ভালো খেলাটা আমাদের অনুপ্রেরণাই দেয়। ভালো খেললে সুনাম হবে, দুজন মানুষ চিনবে। এর চেয়ে বড় পাওয়া তো আর কিছু থাকতে পারে না! আমার মনে হয় না চাপের কিছু আছে। টেস্ট ক্রিকেটটা আমরা এখন মোটামুটি ভালো খেলছি। সেই ধারাবাহিকতা বজায় রাখতে হবে- এটাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

পাকিস্তানে সদ্য শেষ হওয়া ঐতিহাসিক সিরিজ জয় নিয়ে লিটন বলেন, ‘পাকিস্তানের বিপক্ষে আমরা খুব ভালো ক্রিকেট খেলেছি। তবে এটা এরই মধ্যে অতীত হয়ে গেছে।’

তিনি আরও বলেন, ‘সামনে তাকানোটা খুবই গুরুত্বপূর্ণ। আপনাদেরও একটু সাহায্য করতে হবে। আপনারা যদি পাকিস্তান সিরিজ নিয়ে বেশি কথা না বলেন, খুব ভালো হবে। খেলোয়াড় হিসেবে আমার কাছে ওটা অতীত হয়ে গেছে।’

লিটন বুঝাতে চাইলেন পাকিস্তানে ঐতিহাসিক জয় থেকে পাওয়া আত্মবিশ্বাস বড় শক্তি হবে বাংলাদেশ দলের জন্য। সেই ধারাবাহিকতা ধরে রাখতে চায় টাইগাররা।

 

সূত্র: যুগান্তর

সর্বশেষ - খেলা