রবিবার , ১ সেপ্টেম্বর ২০২৪ | ১লা কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

রাশিয়ায় রাতভর ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন

Paris
সেপ্টেম্বর ১, ২০২৪ ১১:১১ পূর্বাহ্ণ

 

সিল্কসিটি নিউজ ডেস্ক:

রাশিয়ায় রাতভর ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। শনিবার রাতে ইউক্রেন থেকে এ ড্রোন হামলা চালানো হয়েছে। ইউক্রেনের হামলার কথা স্বীকার করে নিয়েছে রাশিয়ার প্রশাসন।

তারা জানিয়েছে, শনিবার রাত থেকে পর পর অনেকগুলো ড্রোন ইউক্রেনের দিক থেকে উড়ে এসেছিল। কিন্তু তাতে ক্ষয়ক্ষতি এড়ানো গিয়েছে। কারণ, ড্রোনগুলো আকাশ থেকে গুলি করে নামানো হয়েছে। রাশিয়ার মাটি ছুঁতে পারেনি।

মস্কোর মেয়র সার্জেই সোবিয়ানিন জানিয়েছেন, রাজধানীর দিকে উড়ে আসা একটি ড্রোন রাতে গুলি করে আকাশেই ধ্বংস করা হয়েছে। এছাড়া, রাশিয়ার দক্ষিণ-পশ্চিম সীমান্তের দিকে অন্তত এক ডজন ড্রোন ছোড়া হয়েছিল বলে অভিযোগ করা হয়েছে। সেগুলোও ধ্বংস করে দেওয়া হয়েছে।

তবে রাশিয়ায় ড্রোন হামলা প্রসঙ্গে এখনো ইউক্রেন থেকে কোনো বার্তা আসেনি।

প্রসঙ্গত, এরআগে ইউক্রেনের আটটি অঞ্চলে রাশিয়া ৫২টি ড্রোন পাঠিয়ে রাতভর হামলা চালায়। তবে ইউক্রেনীয় বিমান হামলা প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ২৪টি ড্রোন ভূপাতিত করা হয়।

উল্লেখ্য, ২০২২ সালের ফেব্রুয়ারি মাস থেকে রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে যুদ্ধ চলছে। আড়াই বছরের বেশি সময় অতিক্রান্ত হয়ে গেলেও সমাধান মেলেনি। এই যুদ্ধ শুরুর পর থেকেই আমেরিকাসহ পশ্চিমি দুনিয়ার কোপের মুখে পড়ে রাশিয়া। বাণিজ্যও বন্ধ হয়ে যায় অনেক দেশের সঙ্গে।

 

সর্বশেষ - আন্তর্জাতিক