শুক্রবার , ৩০ আগস্ট ২০২৪ | ১৪ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

‘ইন্ডিয়ান আইডলে’ প্রথম বাংলাদেশি বগুড়ার জাহিদ অন্তু

Paris
আগস্ট ৩০, ২০২৪ ২:৫৬ অপরাহ্ণ

বগুড়া প্রতিনিধি:
কিছু দিনেরই মধ্যেই শুরু হচ্ছে ভারতীয় জনপ্রিয় সংগীত রিয়্যালিটি শো ‘ইন্ডিয়ান আইডল’র নতুন সিজন। তার আগে ভারতের বিভিন্ন রাজ্যে চলছে বাছাই পর্বের অডিশন। গত ১৮ জুলাই কলকাতার মহাত্মা গান্ধী রোডের পিবি একাডেমিক স্কুল ভেন্যুতে বাছাই পর্বে অংশ নিয়েছেন বগুড়ার জাহিদ অন্তু। এর মাধ্যমে প্রথমবারের মতো কোনো বাংলাদেশি এই অনুষ্ঠানেরর প্রাথমিক রাউন্ডে নির্বাচিত হলেন।

এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি বিভিন্ন শিল্পীর জনপ্রিয় গানগুলো গিটারের তালে তালে ‘কাভার’ করে বেশ পরিচিতি লাভ করেন তিনি। পাশাপাশি দেশের একটি বেসরকারি টিভি চ্যানেল আয়োজিত রিয়্যালিটি শো ‘ইয়াংস্টার সিজন ২’-এর চ্যাম্পিয়ন হয়েছিলেন জাহিদ অন্তু।

ইন্ডিয়ান আইডলে অংশ নেওয়ার উদ্দেশে জাহিদ কলকাতা যাননি, গিয়েছিলেন ব্যক্তিগত কাজে। পরে জানতে পারেন সেখানে ‘ইন্ডিয়ান আইডল’র জন্য অডিশন হচ্ছে।

‘‘আমি জানতাম ইন্ডিয়ার বাইরে থেকে কেউ অংশ নিতে পারে না। কিন্তু এই প্রতিযোগিতার একজন বলেছিল, ‘আসো, চেষ্টা করে দেখ।’ গিয়ে পাসপোর্ট দেখিয়ে যাবতীয় নিয়মকানুন মেনে অডিশন দিই।’’
ইন্ডিয়ান আইডলের প্রাথমিক রাউন্ডে নির্বাচিত হয়ে সম্প্রতি দেশে ফিরেছেন জাহিদ অন্তু। একদিনে তিনটি পর্বে বেশ কিছু হিন্দি গান পারফর্ম করতে হয়েছে তাকে। জাহিদ অন্তু বললেন, ‘প্রথমে যখন ফরম পূরণ করতে যাই তখন ভয় পেয়েছি। কারণ আমরা একসঙ্গে সবাই বসে গ্রুমিং করছিলাম, সবাই এত ভালো গায় ভাবছিলাম যে অনেক কঠিন হবে।’

জানা যায়, প্রাথমিক বাছাই পর্বে পশ্চিমবঙ্গে প্রায় সাত-আটশ’ প্রতিযোগী ছিলেন। সেখান থেকে মনোনীত হয়েছেন ৩০-৪০ জনের মতো। ওই প্রতিযোগিতায় ‘খামোশিয়া’, ‘দিল দে দিয়া হ্যাঁয়’, ‘জানাম’, ‘দিল ইবাদত’সহ বেশকিছু হিন্দি গান পারফর্ম করেছেন জাহিদ।

‘‘সেকেন্ড যে রাউন্ড হলো, এটাতে পাঁচজন বিচারক ছিলেন। যথারীতি আমি গান গাওয়া শুরু করেছি, গান গাওয়ার পরে সিভি পড়ে বললেন, ‘তুম বাংলাদেশ হু?’ বললাম, ‘হা’। এসময় তারা তার সঙ্গে বাংলা ভাষাতেও কথা বলেন। এরপর জিজ্ঞেস করেছেন আমাদের দেশের অবস্থা কী? সেসময় দেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে আলাপন হয়।

বিচারক জানতে চাইলেন ‘এখন সব ঠিকঠাক আছে তো?’

সেসময় জাহিদ অন্তু নিজেও ছাত্র আন্দোলনে সক্রিয় ছিলেন দাবী করে বলেছিলাম যে, ‘জ্বি স্যার, আমি ওখানকারই ছাত্র।’ বললেন, ‘এখন সব ঠিক হয়ে যাবে তো?’ বললাম, ‘হ্যাঁ, ইনশাল্লাহ। এখন ছাত্রদের হাতেই সবকিছু আছে, সব ঠিক হয়ে যাবে।’
মিউজিক ছাড়া, গিটার বাজিয়ে এবং পরে মিউজিকের সঙ্গে সবগুলো হিন্দি গান গেয়েছি। আমার পারফর্মে বিচারকরা খুশি ছিলেন। ওখানে যারা ছিলেন সবাই একবাক্যে বলেছেন, আমি মোস্ট ডির্জাভিং। ভাগ্য ভালো হলে আগামি সপ্তাহের মধ্যে সেখান থেকে কল পাবো। তারা ফোন নাম্বার ও যোগাযোগের ঠিকানা রেখে দিয়েছে। যদি সুযোগ পাই তাহলে এরপর সরাসরি মুম্বাই যেতে হবে।

এত ভালো হিন্দি কীভাবে রপ্ত করছেন, এমন প্রসঙ্গে এই তরুণের ভাষ্য, ‘যখন ক্লাস ফোর কি ফাইভে পড়ি তখন আমার একজন টিচার ছিলেন, বাসায় এসে আমাকে পড়াতেন। রানু স্যার। উনি খুব বেশি হিন্দি গান শুনতেন, বিশেষ করে আতিফ আসলামের গান শুনতেন। তারপর যখন টিভি দেখেছি, ওই গানগুলোই বসে বসে শুনেছি। গাইতে পারতাম, সাথে সাথে গাইতাম। এভাবেই আস্তে আস্তে ইমপ্রুভ(উন্নতি) হয়েছে।’

তবে সবকিছু ঠিক থাকলে, ইন্ডিয়ান আইডলে অংশ নিতে মুম্বাই যাবেন জাহিদ অন্তু। এর আগে তিনি দেশীয় রিয়্যালিটি শো ‘ইয়াংস্টার সিজন-২’তে চ্যাম্পিয়ন হয়েছিলেন। পাশাপাশি বেশ কয়েকটি মৌলিক গান গেয়েছেন।

জাহিদ অন্তু বগুড়া আর্মড ব্যাটালিয়ন পাবলিক স্কুল এন্ড কলেজে (এপিবিএন) পড়ালেখা করে ২০১৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। মুলত তখন থেকেই গান গাওয়া শুরু করেন তিনি। এছাড়া তার পরিবারের সুপার সার্পোট ছিল। জাহিদ অন্তু গান গেয়ে শুধু ভাইরাল নয়, বিখ্যাত হতে চান। তিনি বলেন, বিখ্যাত হওয়ার জন্য ভাইরাল একটি মাধ্যম বা সহায়ক হিসেবে কাজ করে।

সর্বশেষ - রাজশাহীর খবর