রবিবার , ২৫ আগস্ট ২০২৪ | ৩রা কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

জয় দেখছে বাংলাদেশ

Paris
আগস্ট ২৫, ২০২৪ ৩:২৪ অপরাহ্ণ

 

সিল্কসিটি নিউজ ডেস্ক:

মেহেদী হাসান মিরাজের নিচু হয়ে আসা ঘূর্ণি কোনোভাবেই মোকাবিলা করতে পারেননি শাহিন শাহ আফ্রিদি। স্টাম্প বরাবর প্যাডে লাগলে আম্পায়ার আঙুল তুলতেও কোনো ভুল করনেনি। এরপর সাকিব আল হাসানকে উড়িয়ে মারতে গেলে শটে থাকা ফিল্ডার মুশফিকুর রহিমের ক্যাচে ফেরেন নাসিম শাহ। ৮ উইকেট হারিয়ে কোনঠাসা পাকিস্তান। অন্যদিকে ঐতিহাসিক জয় দেখছে বাংলাদেশ।

দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামা পাকিস্তান এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৪৩ ওভারে ৮ উইকেট হারিয়ে ১১৮ রান করেছে। বাংলাদেশ এখনও ১ রানে এগিয়ে রয়েছে।

আজ রাওয়ালপিন্ডিতে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের পঞ্চম দিনের খেলা চলছে। যেখানে দিনের শুরু থেকেই স্বাগতিক পাকিস্তানকে চেপে ধরেছে বাংলাদেশ।

এর আগে আব্দুল্লাহ শফিককে ফিরিয়ে জোড়া শিকারে মাতেন সাকিব আল হাসান। সাদমান ইসলামের ক্যাচে ৮৬ বলে ৩৭ রান করা শফিককে আউট করেন এই তারকা স্পিনার। এরপর উইকেট নেওয়ার মিছিলে যোগ দেন মেহেদী হাসান মিরাজও। আঘা সালমানকে শূন্য রানে ফেরান তিনি। স্লিপে থাকা সাদমান দারুণ ক্যাচ নেন। বাংলাদেশ বোলারদের দাপটে চাপে পড়েছে পাকিস্তান।

দিনের শুরুতেই শান মাসুদকে (১৪) উইকেটরক্ষক লিটন দাসের ক্যাচে ফেরান হাসান মাহমুদ। আর ২৬তম ওভারে বাবর আজমকে (২২) বোল্ড করেন নাহিদ রানা। সৌদ শাকিলকে শূন্য রানে স্টাম্পিংয়ে ফেরান সাকিব আল হাসান।

আগের দিন পাকিস্তান এক উইকেট হারিয়ে ২৩ রানে চতুর্থ দিন শেষ করে। ব্যাটিংয়ে ছিলেন আব্দুল্লাহ শফিক (১২) ও শান মাসুদ (৯)।

এর আগে প্রথম ইনিংসে পাকিস্তান ৬ উইকেট হারিয়ে ৪৪৮ রানে ইনিংস ঘোষণা করেছিল। জবাবে বাংলাদেশ প্রথম ইনিংস ৫৬৫ রান করে। যেখানে বাংলাদেশ ১১৭ রানের লিড পায়।

সর্বশেষ - খেলা