বৃহস্পতিবার , ২২ আগস্ট ২০২৪ | ৪ঠা কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরে নয়ার

Paris
আগস্ট ২২, ২০২৪ ১:০২ পূর্বাহ্ণ

স্পোর্টস ডেস্ক :

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন ম্যানুয়েল নয়ার। সামাজিক যোগাযোগমাধ্যমে আজ অবসরের ঘোষণা দেন এই জার্মান গোলকিপার।

জার্মানির হয়ে নয়ারের অভিষেক হয় ২০০৯ সালে। সব মিলিয়ে জাতীয় দলের হয়ে খেলেছেন ১২৪ ম্যাচ। যার মধ্যে ৫১টিতে জালে বল ঢুকতে দেননি।

জার্মানির ২০১৪ বিশ্বকাপ জয়ে তার ছিল বড় অবদান। টুর্নামেন্টের সেরা গোলকিপারের পুরস্কার গোল্ডেন গ্লাভস জেতেন নয়ার। মোট চারটি করে বিশ্বকাপ ও ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে অংশ নেন তিনি।

নিজের অবসরের ঘোষণা দিয়ে নয়ার বলেন, ‘আজ জার্মান জাতীয় ফুটবল দলে আমার ক্যারিয়ারের ইতি টানছি। যারা আমাকে চেনে, তারা জানে যে, এই সিদ্ধান্ত আমি হালকাভাবে নিইনি। আমি শারীরিকভাবে খুব ভালো বোধ করছিৃতবুও এই সিদ্ধান্তে পৌঁছেছি যে, জাতীয় দলে আমার অধ্যায় শেষ করার এখনই সঠিক সময়।’

ক্লাব বায়ার্ন মিউনিখের হয়ে তিনি জিতেছেন ১১টি বুন্ডেসলিগা, দুটি করে চ্যাম্পিয়ন্স লিগ, ফিফা ক্লাব বিশ্বকাপসহ আরও বেশ কিছু শিরোপা।

সর্বশেষ - খেলা