শনিবার , ১৭ আগস্ট ২০২৪ | ২২শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

গোমস্তাপুরে সেতুতে টোল আদায় বন্ধের প্রতিবাদে  ইজারাদাররের সংবাদ সম্মেলন 

Paris
আগস্ট ১৭, ২০২৪ ৫:০৭ অপরাহ্ণ

গোমস্তাপুর প্রতিনিধি :
চাপাইনবাবগন্জের গোমস্তাপুর উপজেলার মহানন্দা নদীর উপর নির্মিত  চৌডালা ইউনিয়নের মুক্তিযোদ্ধা  শহীদ আস্তার রহমান সেতু ও  রহনপুর -বোয়ালিয়া সড়কে অবস্থিত মকরমপুর সৈয়দ  সুলতান সেতুর    টোল আদায়  বন্ধের প্রতিবাদে  সংবাদ সম্মেলন  করেছে ইজারাদাররা।
শনিবার ১৭ আগষ্ট  সকালে উপজেলা প্রেসক্লাবে অায়োজিত  এ সংবাদ সম্মেলনে ইজারাদারদের পক্ষে  লিখিত বক্তব্য  পাঠ করেন  মকরমপুর সেতুর ইজারাদার মোঃ আদিল। এ সময় উপস্থিত   চৌডালা  সেতুর ইজারাদার  মোঃ শফিকুল ইসলাম, মোঃ দুরুল হোদা, মোঃ জিয়াউর রহমান  প্রমুখ।  সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জানান হয, চলতি অগাস্ট  মাসের ১৪ তারিখ থেকে সেনাবাহিনীর মৌখিক নির্দেশে সেতু ২ টিতে  টোল আদায় বন্ধ রেখেছেন তারা।  গত বুধবার বিকেলে চৌডালা এবং বৃহস্পতিবার দুপুরে মকরমপুর সেতুতে সেনাবাহিনীর গোমস্তাপুর সাব ক্যাম্পের একটি টহল দল এসে টোল আদায় বন্ধ  করার নির্দেশ দেন ।
তাদের মৌখিক  নির্দেশনা  মোতাবেক  আমরা সেদিন থেকে টোল আদায়  বন্ধ রেখেছি। পরবর্তী সময়ে  আমরা সেনাবাহিনীর গোমস্তাপুর অস্হায়ী ক্যাম্পে যোগাযোগ  করলে তারা জানান , উপর মহলের নির্দেশে  টোল আদায়  বন্ধ  করার জন্য বলা  হয়েছে। ইজারাদারগণ বলেন, টোল আদায়  বন্ধ  থাকায় আমাদের  প্রতিদিন  প্রায় লক্ষাধিক টাকা লোকসান  গুনতে  হচ্ছে। তারা অতি শীঘ্রই  টোল আদায় পুনরায় চালু  করার ব্যবস্হা নিতে সংশ্লিষ্ট  কতৃপক্ষের  দৃস্টি  আকর্ষণ  করেছেন।
এ বিষয়ে  চাপাইনবাবগন্জ  সড়ক বিভাগ (সওজ)  নির্বাহী  প্রকৌশলী( ঢঃ দাঃ) সানজিদা  আফরীন ঝিনুক জানান,  ইজারাদারদের অাবেদনের প্রেক্ষিত বিষয়টি  উর্ধতন  কতৃপক্ষ  কে জানানো হয়েছে।  জেলা প্রশাসক   ও সেনাবাহিনীর  কর্মকর্তাদেরও অবহিত  করা  হয়েছে।  তিনি অারও জানান,  আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির  আশংকায়     সাময়িকভাবে টোল আদায় বন্ধ করা হয়েছে। পরিস্থিতির উন্নতি হলে টোল আদায় কার্যক্রম পুনরায়   শুরু হবে। এ বিষয়ে সেনা কর্মকর্তাদের বক্তব্য নেয়ার জন্য  ফোন করা হলে  তারা কেউই  ফোন রিসিভ করেননি।

সর্বশেষ - রাজশাহীর খবর