শনিবার , ১০ আগস্ট ২০২৪ | ৬ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

আমরা শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করতে চাই: নাহিদ

Paris
আগস্ট ১০, ২০২৪ ১২:৪৯ অপরাহ্ণ

 

সিল্কসিটি নিউজ ডেস্ক:

অন্তর্র্বতী সরকারের তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব পাওয়া ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা নাহিদ বলেছেন, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে তার সময়ে করা হত্যাকাণ্ডের জন্য তাকে বিচারের মুখোমুখি দাঁড় করাতে চাই। সোমবার (৫ সেপ্টেম্বর) ছাত্র জনতার আন্দোলনের মুখে প্রধানমন্ত্রীত্ব ছেড়ে দেশ থেকে পালিয়ে যায় শেখ হাসিনা। খবর রয়টার্স

জুলাইয়ে সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলন শুরু হলে তা পরবর্তীতে সরকার পদত্যাগে রুপ নেই। কিন্তু শেখ হাসিনা শিক্ষার্থীদের এ দাবি নিবৃত্ত করতে ব্যাপক হত্যাযজ্ঞ চালায়। এতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ও কলেজের প্রায় ৩০০ শিক্ষার্থী নিহত হয়।

শুক্রবার (৯ আগস্ট) বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া সাক্ষাতকারে নাহিদ ইসলাম বলেন, তিনি (শেখ হাসিনা) কেন দেশ থেকে পালালেন, তা জানতে আমরা আগ্রহী। তার নেতৃত্বাধীন সরকারের সময় যত হত্যা হয়েছে, সেসবের বিচার আমরা দেখতে চাই। আমাদের সাম্প্রতিক বিপ্লবের অন্যতম গুরুত্বপূর্ণ দাবি এটি। যদি তিনি বাংলাদেশে ফিরে না আসেন, সেক্ষেত্রে আমরা কঠোর কর্মসূচি নেবো।

নাহিদ বলেন, ‘আমরা তাকে গ্রেপ্তার দেখতে চাই। নিয়মিত আদালত কিংবা বিশেষ ট্রাইব্যুনালে তার বিচার চলছে- এমনটা আমরা দেখতে চাই। এ ইস্যুতে আমাদের আলোচনা চলছে।’

আরেক ছাত্র নেতা আবু বাকের মজুমদার বলেন, আমরা চাই শেখ হাসিনা দেশে ফিরে আসুন এবং বিচারের সম্মুখীন হোক।

এদিকে সজীব ওয়াজেদ জয় বলেছেন, অন্তর্র্বতী সরকার নির্বাচনের ঘোষণা দিলেই ভারত থেকে তার মা শেখ হাসিনা দেশে ফিরছেন।

 

 

 

সর্বশেষ - জাতীয়