বুধবার , ১৭ জুলাই ২০২৪ | ৮ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

পুলিশের নিয়ন্ত্রণে ঢাকা বিশ্ববিদ্যালয়, ক্যাম্পাস ছাড়তে শিক্ষার্থীদের আল্টিমেটাম

Paris
জুলাই ১৭, ২০২৪ ৭:১৪ অপরাহ্ণ

সিল্কসিটি নিউজ ডেস্ক:
ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস নিয়ন্ত্রণে নিয়েছে পুলিশ। ভিসি চত্বর এলাকায় শিক্ষার্থীদের লক্ষ্য করে টিয়ারশেল, রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেড ছুড়লে তারা ছত্রভঙ্গ হয়ে যায়। এতে অন্তত দুই শিক্ষার্থী গুলিবিদ্ধ ও অন্তত পাঁচ সাংবাদিক আহত হয়েছেন। তবে ক্যাম্পস ছাড়তে পুলিশকে এক ঘণ্টার সময় বেঁধে দিয়েছেন শিক্ষার্থীরা।

এখন রাজু ভাস্কর্য ও টিএসসিতে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ভেতরে এবং চারপাশে অবস্থান নিয়েছে পুলিশ, বিজিবি ও আনসার সদস্যরা।

এদিকে আন্দোলনরত শিক্ষার্থী পুলিশের ধাওয়ায় ছত্রভঙ্গ হয়ে নীলক্ষেতের দিকে অবস্থান নিয়েছে। সাধারণ শিক্ষার্থীদের অনেকে হল ত্যাগ করেছেন।

তবে আগামী এক ঘণ্টার মধ্যে আইনশৃঙ্খলা বাহিনীকে সরে যেতে আল্টিমেটাম দিয়েছেন কোটা আন্দোলনকারীরা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম সংবাদমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

সরেজমিনে দেখা গেছে, কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাত প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে। এ ছাড়া পুলিশ, আনসারসহ আইন শৃঙ্খলারক্ষাকারী বাহিনীর বিভিন্ন পর্যায়ের সদস্যরা ক্যাম্পাসে অবস্থান নিয়েছে।

বুধবার (১৭ জুলাই) দুপুরে টিএসসিতে গায়েবানা জানাজা পড়তে ব্যর্থ হন আন্দোলনকারী শিক্ষার্থীরা। পরে তাঁরা উপাচার্যের বাসভবনের সামনে গায়েবানা জানাজা পড়েন। জানাজা শেষে ক্যাম্পাসে কফিন নিয়ে মিছিল শুরু করেন শিক্ষার্থীরা। তাঁদের ওই মিছিলে একের পর এক সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে পুলিশ।

এ সময় পুলিশ আন্দোলকারী শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে সাউন্ড গ্রেনেড এবং টিয়ারশেল নিক্ষেপ করে। এতে বিশ্ববিদ্যালয়ের টিএসসি, রাজু ভাস্কর্য, লাইব্রেরিসহ বিভিন্ন এলাকা অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়ে। কয়েকজন শিক্ষার্থী এ সময় অসুস্থ হয়ে পড়েছেন বলে জানিয়েছেন আন্দোলনকারীরা।

পরে পুলিশসহ আইন শৃঙ্খলারক্ষা বাহিনীর সদস্য বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল, ভবনে গিয়ে শিক্ষার্থীদের ধাওয়া দেয়। এতে আন্দোলনকারী শিক্ষার্থীরা ক্যাম্পাস ছেড়ে নীলক্ষেত মোড়ে অবস্থান নিয়েছে।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী বলেন, ভিসির বাসভবন ও আশপাশের নিরাপত্তার স্বার্থে ভিসির অনুমতিক্রমে মিছিল ছত্রভঙ্গ করা হয়েছে।

কোটা সংস্কার আন্দোলনে গতকাল মঙ্গলবার সারাদেশে সাতজন নিহত হয়েছেন। এদের মধ্যে ঢাকা ও চট্টগ্রামে তিনজন করে ছয়জন। এ ছাড়া রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী নিহত হয়েছেন।

সর্বশেষ - জাতীয়