শুক্রবার , ৫ জুলাই ২০২৪ | ২১শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

সেন্টমার্টিন নিয়ে যারা বিরূপ মন্তব্য করেন তারা স্বাধীনতা বিরোধী : পর্যটন মন্ত্রী মুহাম্মদ ফারুক খান

Paris
জুলাই ৫, ২০২৪ ৯:৩১ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক :

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী মুহাম্মদ ফারুক খান বলেছেন,সেন্টমার্টিন নিয়ে যারা বিরূপ মন্তব্য করেন তারা বাংলাদেশের ভালো চায় না। তারা এই দেশের স্বাধীনতা বিরোধী।

আজ শুক্রবার সন্ধ্যা ৬ টায় রাজশাহীর কালেক্টরেট মাঠে বাংলাদেশ ফেস্টিভ্যালের উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে একথা বলেন তিনি।মন্ত্রী বলেন,ঢাকা-ম্যানচেস্টারসহ আরো ৬ থেকে ৭ টি রুটে বিমান লস করছে।এসব রুট হয় লাভজনক করা হবে অথবা বন্ধ করার কথা ভাবা হবে।

এছাড়া রাজশাহী বিমান বন্দরকে আন্তর্জাতিক বিমান বন্দরে রূপান্তরের পরিকল্পনা করা হয়েছে।বাংলাদেশ ফেস্টিভ্যাল রাজশাহীতে বৈচিত্র্যময় রসনাসম্ভার, আমের মেলা,ঐতিহ্যবাহী রেশম শিল্প পণ্য প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।

তিন দিন ব্যাপী চলবে এই অনুষ্ঠান।বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মোকাম্মেল হোসেননের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন,রাজশাহী সদর আসনের সংসদ সদস্য,রাজশাহী বিভাগীয় কমিশনারসহ প্রশাসনের কর্মকর্তারা।

সর্বশেষ - রাজশাহীর খবর