বৃহস্পতিবার , ১৩ জুন ২০২৪ | ১২ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

পবায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের সমাপনী ও পুরষ্কার বিতরণ

Paris
জুন ১৩, ২০২৪ ৯:২৩ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক :
রাজশাহীর পবায় উপজেলা পর্যায়ে বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট-২০২৪ এর সমাপনী ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট সমাপনী খেলায় চ্যাম্পিয়ন কাটাখালী পৌরসভার শ্যামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় দল ০৭-০৪ গোলে হরিপুর ইউনিয়নের ভাদু শেখ সরকারি প্রাথমিক বিদ্যালয় দলকে পরাজিত করে বিজয়ী হন।
এদিকে বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন নওহাটা পৌরসভার মদনহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় দল ০১-০ গোলে দামকুড়া ইউনিয়নের শিতলাই সরকারি প্রাথমিক বিদ্যালয় দলকে পরাজিত করে বিজয়ী হন।
বৃহস্পতিবার (১৩ জুন) দুপুরে দুয়ারী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে উপজেলা প্রশাসন ও প্রাথমিক শিক্ষা দপ্তরের আয়োজনে এই খেলার সমাপনী ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
সমাপনী খেলার পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার আবু সালেহ্ মোহাম্মদ হাসনাত এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য মোহা: আসাদুজ্জামান আসাদ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পবা উপজেলা শিক্ষা অফিসার রফিকুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার ফারজানা তাসনিম, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা শামসুন্নাহার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হাবিবা খাতুন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এমএমএন জহুরুল ইসলাম, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক এ কে এম ফজলুল হক, ইউডিএফ জাকিয়া সুলতানা, উপসহকারী পাট উন্নয়ন কর্মকর্তা গোলাম মোস্তফা, উপজেলা স্কাউট সাধারণ সম্পাদক গোলাম মোর্তজা বাদশা এবং অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন আশরাফুল ইসলাম রন্জু।
এছাড়াও উপস্থিত ছিলেন সাংবাদিক, রেফারী, উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠান প্রধান ও সহকারী শিক্ষক, ছাত্র/ছাত্রী, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং উপজেলা প্রশাসন ও শিক্ষা দপ্তরের কর্মকর্তা বৃন্দ।

সর্বশেষ - রাজশাহীর খবর