সোমবার , ১০ জুন ২০২৪ | ১৩ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

রামেবিতে ‘শুদ্ধাচার কৌশল কর্মপরিকল্পনা’ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

Paris
জুন ১০, ২০২৪ ৩:৩৫ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (রামেবি) ২০২৩-২০২৪ অর্থবছরের শুদ্ধাচার কৌশল কর্মপরিকল্পনা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (১০জুন) সকাল ১০টায় রামেবির অস্থায়ী কার্যালয়ের সম্মেলন কক্ষে এ প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়ে বিকাল ৪টায় শেষ হয়।

রামেবির রেজিস্ট্রার (অ.দা.) ও আহব্বায়ক শুদ্ধাচার ও নৈতিকতা কমিটি ডা. মো. জাকির হোসেন খোন্দকার  এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ প্রশিক্ষণের উদ্বোবধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপাচার্য অধ্যাপক ডা. এ জেড এম মোস্তাক হোসেন।

উদ্বোবধনী অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ডা. এ জেড এম মোস্তাক হোসেন বলেন, “জাতির পিতার সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। সরকার দেশকে স্মার্ট বাংলাদেশ হিসেবে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে শুদ্ধাচার বিষয়টিকে গুরুত্বের সাথে দেখছে। শুদ্ধাচার যেমন রষ্ট্রের জন্য গুরুত্বপূর্ন তেমনি ব্যক্তি জিবনে পরিবারের জন্য এর গুরত্ব রয়েছে।

সবগুলো প্রতিষ্ঠান নিজ নিজ উদ্যোগে শুদ্ধাচারের লক্ষ্য অর্জন করতে পারলে সমন্বিতভাবে এগিয়ে যাবে রাষ্ট্র। আশা করছি, আজকের এই প্রশিক্ষণ কর্মকর্তা-কর্মচারীদের দক্ষতা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার পাশাপাশি শুদ্ধাচারের ক্ষেত্রেও তাদের উদ্বুদ্ধ করবে। গুণগত মান বজায় রেখে সততা, নিষ্ঠা ও স্বচ্ছতার সাথে সেবা দেওয়ার জন্য বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারিদের প্রতি উপাচার্য আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রামেবির কোষাধ্যক্ষ প্রফেসর ড. রুস্তম আলী আহমেদ ও পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ডা. আনোয়ার হাবিব। প্রশিক্ষণ কর্মশালা রিসোর্স পার্সন হিসেবে প্রশিক্ষণ প্রদান করেন আরপিএটিসি রাজশাহীর উপ-পরিচালক আ.ত.ম আব্দুল্লাহেল বাকি। সভাটি উপস্থাপনা করেন সহকারী রেজিস্ট্রার(চ.দা.) মো: রাশেদুল ইসলাম। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন, রামেবির সেকশন অফিসার শুদ্ধাচার ও নৈতিকতা বিষয়ক কমিটির ফোকাল পয়েন্ট  মিজানুর রহমান।

এসময় সকারী কলেজ পরিদর্শক (চ.দা) মো: নাজমুল হোসেন, জনসংযোগ দপ্তরের সেকশন অফিসার মো. জামাল উদ্দীন, সেকশন অফিসার তানভীর আহমেদ, রেজাউল উদ্দিন, সাকিল আহম্মেদ, মাসুম খান, শারমিন আক্তার নূর, প্রশাসনিক কর্মকর্তা রাসেল আলী, আরাফ হোসেন, ব্যক্তিগত কর্মকর্তা নূর-রায়হান, জাহিদ হাসান, মাহমুদুর রহমান, অফিস সহকারি কবির আহমেদ,আশরাফুল ইসলাম, সিমা আক্তার, মেহেদী মাসুদ সানি, গোলাম রহমান, আসাদুর রহমান, সানজিদা হান্নান, নাজমুল আলম ইমনসহ বিশ্ববিদ্যালয়ের সকল কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।

সর্বশেষ - রাজশাহীর খবর