নিজস্ব প্রতিবেদক :
রাজশাহীর চারঘাট উপজেলা নির্বাচনে এক প্রার্থীর বিরুদ্ধে জাল ভোট ব্যালট তৈরি ও্র ব্যাক্সে ঢুকানো লক্ষ্যে অবিকল নকল ব্যালট পেপার ও সিল তৈরি করার অভিযোগ পাওয়া গেছে। এব্যাপারে প্রতিদ্বন্দ্বি চেয়ারম্যান প্রার্থী নির্বাচন কমিশনকে অবহিত করে আজ মঙ্গলবার একটি অভিযোগ দিয়েছেন।
চারঘাট উপজেলার চেয়ারম্যন প্রার্থী কাজী মাহমুদুল হাসান (মোটর সাইকেল) প্রতিপক্ষ প্রার্থী ফকরুল ইসলাম ইসলামের বিরুদ্ধে সহকারী রিটানিং কর্মকর্তার কাছে এ অভিযোগ করেন।
অভিযোগে উল্লেখ করা হয়, আমি কাজী মাহমুদুল হাসান ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মোটরসাইকেল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বীতা করছি। আমি গোপন সূত্রের মাধ্যমে জানতে পারি, আমার প্রতিদ্বন্দী প্রার্থী চারঘাট উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব ফকরুল ইসলাম জাল ভোট ব্যালট ব্যাক্সে ঢুকানোর লক্ষ্যে অবিকল নকল ব্যালট পেপার ও সিল তৈরি করেছে।
চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব ফকরুল ইসলামের অনুসারীরা নানা অনিয়মের মাধ্যমে উক্ত নিজস্ব মুদ্রনকৃত অবিকল নকল ব্যালট পেপার নিজ প্রতীকে নিজের পক্ষে জাল ভোট প্রদান করার পরিকল্পনা করেছে।
নির্বাচন অবাধ ও সুষ্ঠ করতে প্রত্যেক ভোটা, পোলিং এজেন্ট, প্রিজাইডিং অফিসার সহ সকল কর্মকর্তাকে ভোট কেন্দ্রে প্রবেশের সময় অনুসন্ধান করে ঢুকানোর জন্য তিনি অনুরোধ জানান।