নিজস্ব প্রতিবেদক :
রাজশাহীর পবা থানা পুলিশ অভিযান চালিয়ে ভেজাল যৌন উত্তেজক সিরাপসহ ১ ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। গতকাল শনিবার রাতে পবা থানা পুলিশের একটি দল পূর্ব পুঠিয়াপাড়া এলাকায় এ অভিযান চালায়।
গ্রেপ্তারকৃতর নাম রবিউল ইসলাম (৩৩)। তিনি রাজশাহী নগরীর পবা থানার পূর্ব পুঠিয়াপাড়ার আব্দুল গাফফারের ছেলে।
নগর পুলিশ জানায়, গতকাল শনিবার পবা থানা পুলিশের একটি টিম থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও ওয়ারেন্ট তামিল ডিউটি করছিলো। এসময় তাঁরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, পবা থানার পূর্ব পুঠিয়াপাড়া এলাকায় এক ব্যক্তি তার বাড়িতে বিভিন্ন প্রকার ভেজালযুক্ত পানীয় ফ্রুট সিরাপ বাজারজাত করছে।
উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে পবা থানা পুলিশের একটি দল রাত সাড়ে ৯ টায় পবা থানার পূর্ব পুঠিয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে রবিউল ইসলামকে গ্রেপ্তার করে। এসময় তার বাড়ি তল্লাশী করে ৯৬০ বোতল যৌন উত্তেজক ভেজালযুক্ত সিরাপ উদ্ধার করে।
জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত জানায় সে দীর্ঘদিন যাবৎ যৌন উত্তেজক ভেজালযুক্ত সিরাপ বিক্রি করে আসছে।
গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে পবা থানায় মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।