বাঘা প্রতিনিধি :
রাজশাহীর বাঘায় হাসুয়া দিয়ে কুপিয়ে দিপু হোসেন (১৪) নামের এক যুবককে জখম করা হয়েছে। বুধবার রাতে পূর্ব শত্রুতার জের ধরে পথরোধ করে তাকে কুপিয়ে জখম করা হয়। দিপু হোসেন উপজেলার ফতেপুর গ্রামের মোমিন হোসেনের ছেলে।
জানা গেছে, বুধবার রাত সাড়ে ৯টার দিকে ফতেপুর বাজার থেকে নিজ বাড়িতে যাচ্ছিল। এ সময় ৩/৪ জনের একটি দল তার পথরোধ করে অর্তকিতভাবে ধারালো হাসুয়া দিয়ে কুপিয়ে ফেলে রেখে যায়। পরে তার চিৎকারে পরিবারের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। তার অবস্থা বেগতিক দেখে দায়িত্বরত ডাক্তার তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।
এ বিষয়ে দিপুর পিতা মোমিন হোসেন বলেন, পূর্ব শক্রুতার জের ধরে ফতেপুর গ্রামের নবাব উদ্দিন ও তার ছেলে রেজাউল ইসলাম এবং রবিউল ইসলাম পথরোধ করে হাসুয়া দিয়ে কুপিয়ে জখম করে ফেলে যায়। পরে মানুষের কাছে থেকে জেনে দৌঁড়ে গিয়ে দেখি ছেলে সংজ্ঞাহীন অবস্থায় পড়ে আছে। তাৎক্ষনিকভাবে তাকে উদ্ধার করে মেডিকেলে ভর্তি করা হয়েছে। তার শরীরে ১৪০টি সেলাই দেওয়া হয়েছে।
বাঘা থানার ওসি তদন্ত সোয়েব খান বলেন, এ বিষয়ে অভিযোগ পেয়েছি। তদন্ত করা হচ্ছে।