বৃহস্পতিবার , ২১ মার্চ ২০২৪ | ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

বাঘায় বিদেশী পিস্তল, ম্যাগজিন ও গুলিসহ অস্ত্র ব্যবসায়ী গ্রেফতার

Paris
মার্চ ২১, ২০২৪ ৩:৪৯ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী র‌্যাব-৫ এর সদস্যরা অভিযান চালিয়ে বিদেশী পিস্তল, ম্যাগজিন ও গুলিসহ এক অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। বুধবার দিবাগত রাতে র‌্যাব-৫ মোল্লাপাড়া ক্যাম্পের সদস্যরা মূলত মাদক উদ্ধার করতে গিয়ে রাজশাহীর বাঘা উপজেলার হেলালপুর এলাকায় অভিযান চালালে এ অস্ত্র উদ্ধার হয়।

গ্রেফতারকৃর নাম রতন (৩০)। তিনি চারঘাট উপজেলার বালিয়াডাঙ্গা এলাকার রেকাত আলীর ছেলে।

বৃহস্পতিবার র‌্যাবের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাবের একটি অপারেশন দল জানতে পারে, বাঘা থানার হেলালপুর (মুছার ঈদগাহ) গ্রামে এক ব্যক্তি অবৈধ মাদকদ্রব্য নিয়ে অবস্থান করছে।

এমন সংবাদের প্রেক্ষিতে র‌্যাবের ওই দল সেখানে অভিযান চালায়। এসময় সেখান থেকে রতনকে গ্রেফতার করে র‌্যাব। পরে তার কাছে তল্লাশী চালিয়ে একটি বিদেশী পিস্তল, একটি ম্যাগজিন ও দুই রাউন্ড গুলি উদ্ধার হয়।
আটক রতনকে পরে বাঘা থানায় সোপর্দ করে তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে।

সর্বশেষ - রাজশাহীর খবর