মঙ্গলবার , ৬ ফেব্রুয়ারি ২০২৪ | ১৪ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

রাণীবাজারে সুফিয়া টাওয়ারের ভিত্তি প্রস্তর স্থাপন

Paris
ফেব্রুয়ারি ৬, ২০২৪ ১১:০১ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী মহানগরীর প্রানকেন্দ্র রাণীবাজারের মঙ্গলবার রাতে সুফিয়া টাওয়ার এর ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়। বিশ^াস এপার্টমেন্ট এই ভবনটি নির্মাণ করছে। বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই টাওয়ারের ভিত্তি প্রস্তর স্থাপন করার কথা থাকলেও রাষ্ট্রীয় অন্য কাজে ব্যাস্ত থাকায় তাঁর প্রতিনিধি হিসেবে বাংলাদেশ আওয়ামী লীগ রাজশাহী মহানগরের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল ভিত্তি প্রস্তর কাজের শুভ উদ্বোধন করেন।
এসময়ে উপস্থিত ছিলেন বিশ^াস এপার্টমেন্ট এর চেয়ারম্যান সেলিম উল্লাহ মিঠু, বিশ^াস এপার্টমেন্ট এর চিফ এক্সিকিউটিভ অফিসার শিহাব চৌধুরী ও রাসিক ২০নং ওয়ার্ড কাউন্সিলর রবিউল ইসলাম। এছাড়াও বিশ^াস এপার্টমেন্টের অন্যান্য সদস্য ও শুধিজন উপস্থিত ছিলেন।

বিশ^াস এর চেয়ারম্যান সেলিম উল্লাহ মিঠু বলেন, এখানে মোট সাড়ে ষোল কাঠা জমির উপরে চৌদ্দতলা আধুনিক ভবন হবে। প্রতি ফেøারে সাতটি করে ইউনিট হবে। এরমধ্যে এক থেকে চারতলা পর্যন্ত হবে বাণিজ্যিক স্পেস। আর বাঁকী গুলো হবে আবাসিক বলে জানান তিনি। তিনি আরো বলেন, শুধু তাই নয় রাজশাহীর মধ্যে সব থেকে উন্নত মানের এই ভবন নির্মাণ করা হবে। এখানে আরো থাকবে একটি মসজিদ, সুইমিংপুল, বারবি কিউ ও কমিউনিটি সেন্টারসহ আরো অনেক সুযোগ সুবিধা। সেইসাথে থাকবে সার্বক্ষণিক বিদ্যুতের নিশ্চয়তা।

সুফিয়া টাওয়ার সম্পূর্ন নিরাপদ ও ভুমিকম্প সহনীয় ভবন উল্লেখ করে নিশ্চিন্তে বুকিং দেয়ার জন্য জনগণকে আহ্বান জানান চেয়ারম্যান। বক্তব্য শেষে অতিথিসহ মিলে ভিত্তি প্রস্তরের পর্দা উন্মোচন করেন। পরে দোয়া করা হয়।

সর্বশেষ - রাজশাহীর খবর