ব্যক্তিগত পারফরম্যান্সে দারুণ এক বিশ্বকাপ আসর কাটিয়েছেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা ও মাস্টার ব্যাটার বিরাট কোহলি। সর্বোচ্চ রানসংগ্রাহক কোহলি তো টুর্নামেন্টেরই সেরা প্লেয়ার। রোহিতও ছিলেন সেরাদের আলোচনায়, তবে দলকে উড়ন্ত সূচনা এনে দিতে তিনি ইনিংস বড় করার চেয়ে আগ্রাসী ব্যাটিংকেই প্রাধান্য দিয়েছেন। এমন দুর্দান্ত ফর্মে থাকা দুই তারকা ক্রিকেটারকে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপেও দেখতে চান হরভজন সিং।
এছাড়া ভারতীয় সংবাদমাধ্যমের দাবি– বিশ্বকাপের আগেই নাকি রোহিত নিজে থেকে জানিয়ে দিয়েছেন টি-টোয়েন্টিতে যাতে তাকে আর বিবেচনা না করা হয়। আর এতে ভারতীয় এই অধিনায়কের কোনো সমস্যা নেই। ভারতীয় নির্বাচকরাও টি-টোয়েন্টিতে তরুণদের সুযোগ দিতে আগ্রহী।
তবে তরুণদের ওপরও ভরসা রাখছেন হরভজন। এখনকার দলটিকে নিয়ে এখনই কাটাছেঁড়া না করে সময় দিতে বললেন, ‘এই দলটা খুবই তরুণ, ওদেরকে কিছুটা সময় দেওয়া উচিত। আমরা খুবই ফলাফল-প্রবণ মানসিকতার। ভালো ফল এলেও কেবল দলকে ভালো মনে হয় আমাদের। এমনটি হওয়া উচিত নয়। ওদেরকে সময় দিলেই কেবল ওরা শিখতে পারবে। খুব দ্রুতই আমরা দলের ফলাফল দেখে বিচার করতে চাই, এই মানসিকতা বদলাতে হবে। ফল মিলতে সময় লাগে। এই দলটা একটা প্রক্রিয়ার ভেতর দিয়ে যাচ্ছে।’