বৃহস্পতিবার , ৭ ডিসেম্বর ২০২৩ | ১৩ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

ইউপি চেয়ারম্যানকে হুমকি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ারকে শোকজ

Paris
ডিসেম্বর ৭, ২০২৩ ৭:২০ অপরাহ্ণ

এই মঞ্চ থেকেই ইউপি চেয়ারম্যান মেরাজুল ইসলামকে হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করা হয়

 

নিজস্ব প্রতিবেদক:

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমকে শোকজ করা হয়েছে। রাজশাহী-৬ আসনের (বাঘা-চারঘাট) প্রার্থী শাহরিয়ার আলমের নির্বাচনী এলাকার এক ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে এ শোকজ করা হয়।

নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যান ও সিনিয়র সহকারী ম্যাজিস্ট্রেট সেফাতুল্লাহ স্বাক্ষরিত এক চিঠিতে উল্লেখ করা হয়, বিভিন্ন ইলেকট্রনিক, প্রিন্ট ও সোশ্যাল মিডিয়ায় এবং ভুক্তভোগীর লিখিত অভিযোগের মাধ্যমে অত্র নির্বাচনী অনুসন্ধান কমিটির নিকট গোচরীভূত হয়েছে যে, আপনি গত ২ ডিসেম্বর শনিবার রাতে নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘণ করে প্রতীক বরাদ্দ করার আগেই চারঘাটের ফরহাদ আলাউদ্দীন সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জনসভা করেন। উক্ত জনসভায় আপনি রাজশাহী জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও পাকুড়িয়া ইউপির চেয়ারম্যান এবং রাজশাহী-৬ আসনের স্বতন্ত্র প্রার্থী ও সাবেক সংসদ সদস্য আওয়ামী লীগ নেতা রাহেনুল হকের কর্মী ও সমর্থক মো. মেরাজুল ইসলামকে জনসমক্ষে ‘কুলাঙ্গার’ বলে অপবাদসহ বিভিন্ন উসকানিমূলক বক্তব্য দেন এবং আপনি ১৭ ডিসেম্বরের পর তাঁকে দেখে নেওয়াসহ প্রাণনাশের হুমকি দিয়েছেন। আপনার উক্ত আচরণের মাধ্যমে আপনি জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০০৮ এর বিধি ৬(গ) ও বিধি ১১(ক) এবং বিধি ১২ লঙ্ঘণ করেছেন। যা নির্বাচন-পূর্ব অনিয়ম হিসেবে গণ্য হয়।

এমতাবস্থায়, ‘সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০০৮-এর বিধি ৬(গ) ও বিধি ১১(ক) এবং বিধি ১২ লঙ্ঘনের দায়ে আপনার বিরুদ্ধে কেন নির্বাচন কমিশনে ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হবে না তৎমর্মে আগামী রবিবার ১০ ডিসেম্বর ১০:৩০ ঘটিকায় নিম্নস্বাক্ষরকারীর কার্যালয়ে স্ব-শরীরে হাজির হয়ে অথবা প্রতিনিধির মাধ্যমে লিখিত ব্যাখ্যা প্রদানের জন্য নির্দেশ প্রদান করা হলো।

এদিকে এ বিষয়ে যোগাযোগের চেষ্টা করা পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমকে ফোনে পাওয়া যায়নি।

এর আগে গতকাল বুধবার সিল্কটিসিটিনিউজসহ বিভিন্ন গণমাধ্যমে ইউপি চেয়ারম্যান মেরাজুল ইসলামকে হুমকি দেওয়ার অভিযোগ নিয়ে সংবাদ প্রকাশিত হয়।

সর্বশেষ - রাজশাহীর খবর