মঙ্গলবার , ৫ ডিসেম্বর ২০২৩ | ১৭ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

পিস্তলে বিস্ফোরণ, আঙুল উড়ে গেল শুটারের

Paris
ডিসেম্বর ৫, ২০২৩ ২:২৪ অপরাহ্ণ

সিল্কসিটি নিউজ ডেস্ক :

অনুশীলনের সময় দুর্ঘটনায় ভারতীয় বিমানবাহিনীর এক শুটারের বাঁ হাতের বুড়ো আঙুল উড়ে গেছে। দিল্লির কার্নি সিংহ রেঞ্জে ঘটনাটি ঘটেছে। ভারতের জাতীয় চ্যাম্পিয়নশিপের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন পুষ্পেন্দ্র কুমার নামে সেই শুটার।

পুষ্পেন্দ্র গত শনিবার ভূপালে আয়োজিত জাতীয় চ্যাম্পিয়নশিপের জন্য অনুশীলন করছিলেন। তার ইভেন্ট ১০ মিটার এয়ার পিস্তল। যেখানে অনুশীলনের ফাঁকে পিস্তলের সিলিন্ডারে গ্যাস ভরছিলেন পুষ্পেন্দ্র। সে সময় হঠাৎই পিস্তলের সিলিন্ডারে বিস্ফোরণ ঘটে। পরে বাঁ হাতের বুড়ো আঙুল উড়ে যায়।

গুরুতর আহত অবস্থায় পুষ্পেন্দ্রকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। পরে চিকিৎসার জন্য তাকে ভর্তি করানো হয়েছে ভারতীয় সেনাবাহিনীর আর অ্যান্ড আর হাসপাতালে। তিনি পেশায় বিমানবাহিনীর কর্পোরাল।এয়ার পিস্তলের সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা তেমন  মূলত অসাবধানতার জন্যই এই ধরনের দুর্ঘটনা ঘটে থাকে। তবে পিস্তলের প্রযুক্তিগত সমস্যার জন্যও দুর্ঘটনা ঘটতে পারে।

সর্বশেষ - খেলা