চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
আধা ঘন্টার ব্যবধানে চাঁপাইনবাবগঞ্জ শহরের দুইটি গুরুত্বপূর্ণ স্থানে ককটেলের বিস্ফোরণ ঘটিয়েছে দূর্বৃত্তরা। তবে এসব ঘটনায় কেউ হতাহত হয়নি।
জানা গেছে, সোমবার (৪ ডিসেম্বর) সন্ধ্যা প্রায় ৭ টার দিকে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক একেএম গালিভ খাঁনের সরকারি বাসভবনের পাশে অবস্থিত টেনিস গ্রাউন্ডে দুটি ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। তবে এই সময় টেনিস গ্রাউন্ডে কেউ না থাকায় হতাহতের কোন ঘটনা ঘটেনি।
জেলা প্রশাসক একেএম গালিভ খাঁন জানান, সন্ধ্যার পরে কয়েকজন দূর্বৃত্ত শহরের পুরাতন স্টেডিয়াম থেকে অফিসার্স ক্লাবের টেনিস গ্রাউন্ডে পরপর দুটি ককটেল নিক্ষেপ করলে তা বিস্ফোরিত হয়। ওই সময়ে টেনিস গ্রাউন্ডে কেউ ছিলেন না। যার কারণে কেউ হতাহত হননি।
এদিকে ওই ঘটনার প্রায় আধা ঘন্টা পর সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে পৌর এলাকার ব্যস্ততম এলাকা চাঁপাই-সোনামসজিদ মহাসড়কের শান্তির মোড় এলাকায় অবস্থিত উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স লক্ষ্য করে একইভাবে আরো ২ টি ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায় দূর্বৃত্তরা। এখানেও কোন হতাহতের ঘটনা ঘটেনি বলে জানান স্থানীয়রা।
এসব বিষয়ে চাঁপাইনবাবগঞ্জের জেলা পুলিশ সুপার মো. ছাইদুল হাছান বলেন, জনমনে আতঙ্ক ছড়ানোর জন্যই দূর্বৃত্তরা এসব জঘণ্য ঘটনা ঘটাচ্ছে। অফিসার্স ক্লাবে লাগানো সিসিটিভি ক্যামেরায় দূর্বৃত্তদের শনাক্তের চেষ্টা চলছে। পরিচয় শনাক্ত হলে শিগগির তাদেরকে গ্রেফতার করা হবে।