মহাদেবপুর প্রতিনিধি:
নওগাঁর মহাদেবপুর উপজেলায় দাঁড়িয়ে থাকায় একটি ট্রাকে আগুন দিয়েছে দূর্বিত্তরা। শনিবার রাত সাড়ে ১০টার দিকে নওগাঁ-রাজশাহী মহাসড়কের উপজেলার হাট চকগৌরি এলাকায় আগুন দেয়ার ঘটনা ঘটে। এতে ইঞ্জিনসহ ট্রাকটির সামনের অংশ পুড়ে গেছে।
জানা গেছে- ট্রাকটি নওগাঁ-রাজশাহী মহাসড়কের হাট চকগৌরিতে ব্রিজের পশ্চিম পাশে দাঁড়িয়ে ছিল। তবে ট্রাকে কোন মালামাল ছিলনা। রাত সাড়ে ১০ টার দিকে ট্রাকটিতে দূর্বত্তরা আগুন দিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসে সংবাদ দেয়। তবে তার আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রনে নিয়ে আসে।
মহাদেবপুর ফায়ার সার্ভিস অফিস ইনচার্জ আশরাফুর রহমান বলেন- ট্রাকটি হাট চকগৌরি এলাকার একটি ব্রিজের পশ্চিম পাশে দাঁড়িয়ে ছিল। দূর্বত্তরা রাত সাড়ে ১০টার দিকে ট্রাকটির সামনের অংশে আগুন দিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা খবর দিলে ঘটনাস্থলে পৌঁছার আগেই স্থানীয়রা আগুন নিভিয়ে দেয়। আগুনে ট্রাকের ইঞ্জিনসহ সামনের দিকে বেশ কিছু অংশ পুড়ে গেছে। তবে ট্রাকে কোন মালামাল ছিলনা।
মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন বলেন, দূর্বত্তের দেওয়া আগুনে ট্রাকের সামনের অংশ পুড়ে গেছে। বিষয়টি তদন্ত করে ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা চলছে।