নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে জয়ের দ্বারপ্রান্তে বাংলাদেশ। আর এই জয়ের পেছনে বড় অবদান বাঁ-হাতি স্পিনার তাইজুল ইসলামের। তবে তারপরও আলোচনায় সাকিব আল হাসানের না থাকার বিষয়টি। চতুর্থ দিন শেষে সংবাদ সম্মেলনে আসা তাইজুলের কাছে জানতে চাওয়া হয় সাকিব না থাকায় ভূমিকা বেড়েছে কি না!
‘দলের অন্যান্য স্পিনারদের সাহায্যের কথা জানিয়ে তাইজুল বললেন, ‘খুশি অখুশির কিছু নাই। অবশ্যই একজন খেলোয়াড় যখন ৮-১০-১২ বছর খেলে, অবশ্যই অভিজ্ঞতা থাকে। ক্রিকেটে এই অভিজ্ঞতা অনেক কাজে লাগে। অধিনায়ক কোচের ওপর নির্ভর করে আমাকে কতটা প্রায়োরিটি দিচ্ছে’, যোগ করেন তাইজুল।
চলমান টেস্টের প্রথম ইনিংসেও পাঁচ উইকেট পাওয়ার সম্ভাবনা জেগেছিল ৩১ বছর বয়সী এই স্পিনারের। তবে সেবার তাইজুলকে চার শিকারেই সন্তুষ্ট থাকতে হয়েছে। দ্বিতীয় ইনিংসেও ২০ ওভারে ৪০ রান খরচায় চার উইকেটের দখল নিয়েছেন তাইজুল। এখনও কিউইদের হাতে রয়েছে তিন উইকেট, বিনিময়ে তাদের করতে হবে ২১৯ রান। সে হিসেবে জয়ের পাল্লা অনেকটাই ঝুঁকে আছে বাংলাদেশের দিকে।