নিজস্ব প্রতিবেদক:
ভবানীগঞ্জ পৌর ছাত্রদল সভাপতি আতিকুর রহমান জর্জ এর পিতা ও ভবানীগঞ্জ বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল আজিজ এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় জিয়া পরিষদের সভাপতি অধ্যাপক সোহরাব হোসেন বুধবার ইন্তেকাল করেছেন।
শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন এবং মরহুমদ্বয়ের আত্মার মাগফিরাত কামনা করেছেন রাজশাহী জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনসমূহের নেতৃবৃন্দ।
বিবৃতি দাতারা হলেন, রাজশাহী জেলা বিএনপি সভাপতি এ্যাডঃ তোফাজ্জল হোসেন তপু, সাধারণ সম্পাদক মোঃ মতিউর রহমান মন্টু, সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা মামুন, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রফিক, ছাত্রদল সভাপতি রেজাউল করিম টুটুল, সহ-সভাপতি শফিউল ইসলাম সজীব, সাংগঠনিক সম্পাদক ফয়সাল সরকার ডিকো, যুগ্ম সম্পাদক আরফিন কনক।
স/শ