রোজারিও শহরটাই যেন অপরাধের আস্তানা। প্রতিনিয়ত নানা অপরাধে ঢেকে আছে আর্জেন্টিনার এই শহর। সেখানেই জন্ম আর বেড়ে ওঠা ফুটবল বিশ্বের সবচেয়ে বড় তারকা লিওনেল মেসির। ফুটবলের সুবাদে সুদূর স্পেনে চলে গিয়েছিলেন শৈশবে। তবে এখানেই পেয়েছেন জীবনের ভালোবাসা আন্তোনেল্লা রোকুজ্জোকে। মেসির সুবাদে রোকুজ্জো এখন অন্য এক জগতের বাসিন্দা। কিন্তু রোজারিওতে ঠিকই রয়ে গিয়েছে তাদের পারিবারিক সুপারশপটা। আর সেটাই যেন অপরাধী চক্রের টার্গেট।
গাড়িতে থাকা এক কর্মী জানান, ‘টাকা রাখতে আমরা সুপারমার্কেট থেকে ব্যাংকে যাচ্ছিলাম। ওরা আমাদের জানালা ভেঙে টাকা নিয়ে গেছে। গাড়িতে করে এসেছিল। ঘটনার শুরুতে গুলির শব্দ শুনেছি। গাড়ি থেকে বের হওয়ার পর বুলেটের ছিদ্র দেখেছি।’
এই ঘটনায় এখনো কোনো প্রতিক্রিয়া দেখাননি মেসি। তবে তার স্ত্রী অগাস্তিন স্কালিয়ার ইন্সটাগ্রাম পোস্টে সহমর্মিতা প্রকাশ করেছেন।
এর আগে গত মার্চে আর্জেন্টিনার রোজারিও শহরে রোকুজ্জোদের পারিবারিক সেই সুপারশপে গোলাগুলির ঘটনা ঘটে। স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, সিসিটিভি ক্যামেরায় দেখা গেছে দুজন লোক মোটরসাইকেলে করে সেই দোকানের সামনে আসেন। পরে তাদের একজন নিচে নেমে এলোপাতাড়ি গুলি চালান। তবে দোকানের দরজা বন্ধ থাকলেও সেটি ভেদ করে ভেতরের গ্লাসও ভেঙে যায়।
পরে হামলাকারীরা একটি চিরকুট ফেলে যান বলে জানিয়েছে পুলিশ। সেখানে তারা মেসিকে হুমকি দিয়ে লেখেন, ‘মেসি আমরা তোমার অপেক্ষায় আছি। জাভকিন (রোজারিওর মেয়র) একজন মাদক চোরাকারবারি। সেও তোমাকে বাঁচাতে পারবে না।’
এইচ/আর