রবিবার , ৯ এপ্রিল ২০২৩ | ১৬ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

নগরীতে পুলিশের অভিযানে ৮ জুয়াড়ি আটক

Paris
এপ্রিল ৯, ২০২৩ ৩:২১ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক :

রাজশাহী মহানগরীর কাটাখালী থানার নওদাপাড়া পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে নগদ অর্থ ও তাসসহ ৮ জুয়াড়িকে আটক করা হয়েছে। আরএমপির কাটাখালী থানা পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে।

আটককৃতরা হলো নগরীর কাটাখালী থানার মিরকামারী গ্রামের মৃত আ: বারীর ছেলে কালাম (৩২), একই থানার নওদাপাড়ার সবুর আলীর ছেলে সাজ্জাদ হোসেন (২৮), বাবর আলীর ছেলে রানা (৩০), রুস্তম আলীর ছেলে রিপন (৩৫), উজির আলীর ছেলে রাজা ইসলাম (২৬), মৃত ফকির উদ্দিনের ছেলে মকবুল (৪৭), সাহাপুর পূর্বপাড়ার মৃত হাসেম মন্ডলের ছেলে স্বপন (৪৫) ও কাকাইলকাটি গ্রামের মৃত তসলেম আলীর ছেলে রবিউল (৩৭)।

নগর পুলিশ জানায়, শনিবার রাত সাড়ে  ৮ টার দিকে উপ-পুলিশ কমিশনার (মতিহার) মধুসুদন রায়ের সার্বিক তত্ত্বাবধানে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার একরামুল হক, পিপিএম’র নেতৃত্বে কাটাখালী থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর আলম, এসআই আজাহারুল ইসলাম, এসআই মো: নূর মোহাম্মদ ও তার টিম গোপন সংবাদের ভিত্তিতে কাটাখালী থানাধীন নওদাপাড়া পশ্চিমপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় জুয়া খেলা অবস্থায় ৮ জুয়াড়িকে আটক করেন। আটকের পর তাদের কাছ থেকে তাস ও নগদ অর্থ উদ্ধার হয়।

গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে কাটাখালী থানায় জুয়া আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

সর্বশেষ - রাজশাহীর খবর