সিংড়া (নাটোর) প্রতিনিধি:
নাটোরের সিংড়ায় ২৬ কেজি গাঁজাসহ ৫ জন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৫। এসময় একটি সাদা-হলুদ রংয়ের পিকআপ গাড়ী জব্দ করা হয়েছে। শনিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে র্যাব।
সিপিসি-২, র্যাব নাটোর ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ফরহাদ হোসেন জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার বিকেলে সিংড়া উপজেলার ভাগনাগরকান্দি এলাকায় অভিযান পরিচালনা করে পেশাদার ৫জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
এসময় একটি সাদা-হলুদ রংয়ের পিকআপ গাড়ী ও সাড়ে ২৬ কেজি শুকনো গাঁজা উদ্ধার করা হয়। এছাড়াও ৭টি মোবাইল ফোন, ৯টি সিমকার্ড ও নগদ অর্থ উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হল লালমনিরহাটের পশ্চিশ সারডুবি গ্রামের পিকআপ এর ড্রাইভার রিপন ইসলাম (২৬) ও হেলপার রুবেল হোসেন (২৫) এবং সিংড়া পৌর শহরের সরকারপাড়া মহল্লার মুন্নাব আলী (৩৮), পেট্রোবাংলা মহল্লার সাগর আলী (২২), গোডাউন পাড়া মহল্লার জিসান আলী (১৯)। আসামীদের বিরুদ্ধে সিংড়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
এস/আই