বুধবার , ৭ সেপ্টেম্বর ২০২২ | ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

বাঘায় পৃথক বজ্রপাতে দুইজন গুরুতর আহত 

Paris
সেপ্টেম্বর ৭, ২০২২ ৪:৫৬ অপরাহ্ণ


বাঘা প্রতিনিধি:

রাজশাহীর বাঘায় পৃথক বজ্রপাতে দুইজন গুরুতর আহত হয়েছে। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্রে ভর্তি করা হয়। এরমধ্যে একজনের অবস্থার অবনতি হলে দায়িত্বরত চিকিসৎক রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। ঘটনাটি ঘটেছে বুধবার (৭ সেপ্টেম্বর) দুপুরে বাঘা পৌর বাজার ও উপজেলার আটঘরিয়া গ্রামে।

জানা গেছে, উপজেলার খায়েরহাট গ্রামের আফজাল হোসেনের ছেলে খোকন হোসেন (৩০) বাঘা পৌরসভার মার্কেটে নির্মান শ্রমিকে কাজ করছিলেন। দোতালার ছাদের উপর কাজ করা অবস্থায় বজ্রপাতের বিকট শব্দে নিচে পড়ে যায়। এতে সে গুরুতর আহত হয়। আহত অবস্থায়য় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্রে ভর্তি করা হয়েছে।

অপর দিকে উপজেলার আটঘরিয়া গ্রামের সাইফুল ইসলামের স্ত্রী রোজিনা বেগম (৩২) বাড়ির বাইরে সাংসারিক কাজ করছিলেন। এ সময় বজ্রপাতে আহত হয়। আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্রে ভর্তি করা হলে তার অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিসৎক ডা. মাকসুদুল হক বলেন, বজ্রপাতে আহত দুইজনের মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। অপরজনকে স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এস/আই

সর্বশেষ - দুর্ঘটনা