বৃহস্পতিবার , ২৫ আগস্ট ২০২২ | ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

রাশিয়া-ইউক্রেনের খাদ্যপণ্য আমদানিতে বাধা নেই : বাণিজ্যমন্ত্রী

Paris
আগস্ট ২৫, ২০২২ ৯:১৯ অপরাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্কঃ

রাশিয়া ও ইউক্রেন থেকে খাদ্যপণ্য আমদানিতে কোনো বাধা নেই বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তিনি বলেছেন, ‘বিশ্বের ২৪টি গ্লোবাল ব্যাংকের মাধ্যমে বাংলাদেশ ডলার দিয়ে এই দুটি দেশ থেকে খাদ্য আমদানি করতে পারবে। ’

আজ বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগে অনুষ্ঠিত দেশের খাদ্য আমদানি ও মজুদ এবং ইউক্রেন-রাশিয়া থেকে আমদানির সমস্যা নিয়ে অনুষ্ঠিত বৈঠকে এ তথ্য তুলে ধরা হয়েছে। বৈঠকে খাদ্যমন্ত্রীর সাধন চন্দ্র মজুমদার ও দেশের বিভিন্ন খাতের ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে ব্রিফিংয়ে বাণিজ্যমন্ত্রী সাংবাদিকদের বলেন, ‘আজকের বৈঠকে দুটি বিষয় নিয়ে আলোচনা হয়েছে। রাশিয়া ও ইউক্রেন থেকে খাদ্য আমদানিতে সমস্যা এবং দেশের সার্বিক খাদ্য পরিস্থিতি নিয়ে কথা হয়েছে। আমরা সবাইকে জানাতে চেয়েছি রাশিয়া ও ইউক্রেন থেকে খাদ্য আমদানিতে কোনো সমস্যা নেই। অতএব ভয় পাওয়ার কোনো কারণ নেই। ’

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ওষুধখাতে রপ্তানি বাড়ানোর চেষ্টা চলছে এবং অন্যান্য খাত থেকেও যাতে ডলার আয় বাডানো যায় সে চেষ্টা করা হচ্ছে। ’

এ সময় খাদ্যমন্ত্রী বলেন, ‘স্বস্তিদায়ক আমদানি ও স্বস্তিদায়ক পরিশোধ ব্যবস্থা নিয়ে আলোচনা হয়েছে। আপনারা দেখতে থাকেন ধারাবাহিকভাবে গম চাল আসতে থাকবে। ’

তিনি আরো বলেন, আগামী ১ সেপ্টেম্বর থেকে সারা দেশে ব্যাপক পরিসরে ওএমএসসহ খাদ্য বান্ধব বিভিন্ন কর্মসূচি শুরু হচ্ছে। এসব কর্মসূচির আওতায় টিসিবির কার্ডধারীরাও ১০ কেজি করে সুলভ মূল্যে চাল কিনতে পারবেন। খাদ্যবান্ধব এসব কর্মসূচির কারণে শিগগির চালের দাম কবে আসবে এবং বাজার স্থিতিশীল হবে বলেও আশা প্রকাশ করেন খাদ্যমন্ত্রী।

 

সূত্রঃ কালের কণ্ঠ

সর্বশেষ - জাতীয়