বৃহস্পতিবার , ২৮ জুলাই ২০১৬ | ২৫শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

পুলিশি বাধায় ছত্রভঙ্গ রামপাল বিদ্যুৎকেন্দ্রবিরোধী মিছিল

Paris
জুলাই ২৮, ২০১৬ ২:১৩ অপরাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক: রামপাল কয়লা বিদ্যুৎকেন্দ্র নির্মাণের উদ্যোগ বন্ধের দাবিতে প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখের মিছিলটি ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ।

তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি আয়োজিত মিছিলটি বেলা সাড়ে ১১টায় জাতীয় প্রেসক্লাব থেকে প্রধানমন্ত্রী কার্যালয়ের উদ্দেশ্যে  শুরু হয়। দুপুর ১২ টায় মিছিলটি শাহবাগ শিশু পার্কের সামনে গেলে পুলিশি বাঁধার সম্মুখীন হয়।

পুলিশ রাস্তায় ব্যারিক্যাড দিলে আন্দোলনকারীরা সেখানে দাঁড়িয়ে ২০ মিনিট অবস্থান করে। পুলিশের বাধা ঠেলে মিছিলটি বাংলা মোটর মোড়ের দিকে এগোতে গেলে পুলিশ ব্যাপক কাঁদুনে গ্যাস  ছুড়ে ছত্রভঙ্গ করে দেয়।

তেল-গ্যাস রক্ষা কমিটির সদস্য সচিব আনু মুহাম্মদ বলেন, তারা (সরকার) জনগণের স্বার্থের বিরুদ্ধে এ চুক্তি করছে। দেশের সম্পদ বিদেশিদের হাতে তুলে দিচ্ছে। তাই দলমত নির্বিশেষে আমাদের সবাইকে এর প্রতিরোধ গড়ে তুলতে হবে।

 

সূত্র:রাইজিংবিডি

সর্বশেষ - জাতীয়