সিল্কসিটিনিউজ ডেস্কঃ
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু হয়েছে। টানা ছয় দিন মৃত্যুহীন থাকার পর আজ সপ্তম দিনে দুজনের মৃত্যু হলো। ফলে এ পর্যন্ত করোনায় মারা গেছে ২৯ হাজার ১২৬ জন। এ সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৩৬ জন।
এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৫২ হাজার ৩৬২ জনে।
আজ সোমবার (১৮ এপ্রিল) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। শনাক্তের হার দশমিক ৬৭ শতাংশ বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছে ৩৫৫ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছে ১৮ লাখ ৯১ হাজার ১৯৭ জন। এ সময় পাঁচ হাজার ৪৫৪টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় পাঁচ হাজার ৪০৭টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার দশমিক ৬৭ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৪ দশমিক ০১ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৬ দশমিক ৮৭ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুহার ১ দশমিক ৪৯ শতাংশ।
এতে আরো বলা হয়েছে, যে দুজনের মৃত্যু হয়েছে তারা নারী। তাদের নিয়ে দেশে করোনায় আক্রান্ত হয়ে মোট নারী মারা গেল ১০ হাজার ৫৩২ জন এবং এখন পর্যন্ত পুরুষ মারা যায় ১৮ হাজার ৫৯৪ জন।
সূত্রঃ কালের কণ্ঠ