সোমবার , ১৮ এপ্রিল ২০২২ | ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

পুত্র সন্তানের বাবা হলেন নাসির হোসেন

Paris
এপ্রিল ১৮, ২০২২ ৮:৪৯ অপরাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্কঃ

পুত্র সন্তানের বাবা হলেন জাতীয় ক্রিকেটার নাসির হোসেন। গত ৮ এপ্রিল নাসির হোসেন ও তামিমা সুলতানা তাম্মি দম্পতির কোলজুড়ে এসেছে তাদের প্রথম সন্তান। স্থানীয় সংবাদমাধ্যমে খবরটি নিশ্চিত করেছেন নাসির নিজেই।

গত ২৫ ফেব্রুয়ারি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তামিমা তাম্মির বেবি বাম্পের ছবি পোস্ট করে সবার কাছে দোয়া চেয়েছিলেন নাসির। তবে এর আগে গত ডিসেম্বরেই জানা যায়, বাবা হতে চলেছেন এ তারকা অলরাউন্ডার।

অবশেষে প্রথমবারের মতো বাবা হওয়া অনুভূতি পেলেন ৩০ বছর বয়সী এ অলরাউন্ডার। দেশের শীর্ষস্থানীয় দৈনিক সমকালে এ খবর নিশ্চিত করে, দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন নাসির-তামিমা দম্পতি।

উল্লেখ্য, গত বছরের ১৪ এপ্রিল বিশ্ব ভালোবাসা দিবসে বিবাহ বন্ধনে আবদ্ধ হন নাসির ও তামিমা। এরপর থেকে এ বিয়ে নিয়ে নানান ঝামেলা পোহাতে হয়েছে এ দুজনকে। এমনকি বারবার যেতে হয়েছে আদালতেও। অবশেষে বৈবাহিক জীবনে সুখময় এক উপহার পেলেন তারা।

 

সুত্রঃ জাগো নিউজ

সর্বশেষ - খেলা