শুক্রবার , ১ এপ্রিল ২০২২ | ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

খাইবার পাখতুনখাওয়া বিশ্বাসঘাতকদের প্রত্যাখ্যান করেছে : ইমরান

Paris
এপ্রিল ১, ২০২২ ৬:৫৭ অপরাহ্ণ

অনাস্থা ভোট নিয়ে চাপে থাকা পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান শুক্রবার বলেছেন, খাইবার পাখতুনখাওয়া (কেপি) প্রদেশ ‘বিশ্বাসঘাতকদের’ প্রত্যাখ্যান করেছে। ইমরানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) স্থানীয় সরকার নির্বাচনের দ্বিতীয় ধাপে এগিয়ে থাকায় এ মন্তব্য করেন তিনি।

সরকার হটাতে একজোট বিরোধীদের ইমরান বিদেশিদের ক্রীড়নক, দেশের শত্রু ইত্যাদি আখ্যা দিয়ে আসছেন।

ইমরান খান কেপির স্থানীয় নির্বাচনের দ্বিতীয় ধাপে ‘অপ্রতিরোধ্য সাফল্যের’ জন্য নিজের দলকে অভিনন্দন জানান।

তিনি এ বিষয়ে বলেন, ‘কেপির জনগণ বিদেশি প্রভুদের কাছে বিক্রি হওয়া বিশ্বাসঘাতকদের দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছে। ’

৪১টি তহশিলের কাউন্সিলের ভোটের প্রাথমিক ফলে দেখা গেছে, পিটিআই কমপক্ষে ২০টি তহশিলে বিজয়ী হচ্ছে।

রিটার্নিং কর্মকর্তাদের কাছ থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, বাকি ২১টি পরিষদের মধ্যে জমিয়তে উলামায়ে ইসলাম – ফজল (জেইউআই-এফ) আটটিতে,  স্বতন্ত্র প্রার্থী ও মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন) চারটি করে আসনে, পিপলস পার্টি (পিপিপি) দুটিতে, জামায়াত-ই-ইসলামি (জেআই) দুটিতে এবং আওয়ামী ন্যাশনাল পার্টি (এএনপি) একটিতে এগিয়ে।

এক টুইটে প্রধানমন্ত্রী ইমরান তার দলের দৃশ্যমান সাফল্যকে ‘সব বিশ্বাসঘাতকের জন্য প্রাথমিক সতর্কীকরণ’ বলে অভিহিত করেছেন। ‘নিজেদের নির্বাচনী এলাকায় তাদের জন্য এটাই অপেক্ষা করছে’,  লিখেছেন ইমরান খান।

পরিকল্পনামন্ত্রী আসাদ উমরও টুইট করেছেন, কেপির নির্বাচনে পিটিআইয়ের ‘বিশাল বিজয়’ প্রমাণ করেছে, জাতি তার নেতার পাশে আছে।

 

সূত্রঃ কালের কণ্ঠ

সর্বশেষ - আন্তর্জাতিক