বুধবার , ৯ মার্চ ২০২২ | ২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

মালদ্বীপ রেখে বসুন্ধরার মাঠ বেছে নেওয়ার কারণ জানালেন কাবরেরা

Paris
মার্চ ৯, ২০২২ ৯:১৬ অপরাহ্ণ

মার্চের ফিফা উইন্ডোতে মালদ্বীপ ও মঙ্গোলিয়ার বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। এই দুই ম্যাচের জন্য তিনদিনের প্রস্তুতি ক্যাম্প করবে জামাল ভূঁইয়ারা। বাংলাদেশ ফুটবল ফেডারেশন মালদ্বীপে ক্যাম্প করার প্রস্তাব দিলেও হাভিয়ের কাবরেরা বেছে নিয়েছেন বসুন্ধরা কিংস অ্যারেনা।

বুধবার গণমাধ্যমের মুখোমুখি হয়েছিল জাতীয় দলের স্প্যানিশ কোচ হাভিয়ের কাবরেরা।

অনুশীলনের জন্য কেনো কিংস অ্যারেনা বেছে নিয়েছেন সেটার ব্যাখ্যা দিতে গিয়ে এই স্প্যানিয়ার্ড বলেন,’মালদ্বীপে ক্যাম্প করিনি কারণ আমাদের হাতে সময় কম, প্রিমিয়ার লিগের ম্যাচ শেষ হবে ১৮ তারিখে, সেদিনই স্কোয়াডের সবাই ক্যাম্পে যোগ দিবে। বসুন্ধরার মত মাঠে অনুশীলনের সুযোগ কাজে লাগাতে চাই। কিংস অ্যারেনার সুযোগ সুবিধা দারুণ তাই এখানেই বেছে নিয়েছি। ‘ ১৯ থেকে ২১ মার্চ এই তিন দিন কিংস অ্যারেনায় অনুশীলন করবে বাংলাদেশ দল।

আগামী ২৪ মার্চ মালদ্বীপের মালেতে স্বাগতিকদের বিপক্ষে খেলবে কাবরেরার দল। এরপর ২৯মার্চ সিলেট জেলা স্টেডিয়ামে মঙ্গোলিয়ার মুখোমুখি হবে জামাল ভূঁইয়ারা।

 

সূত্রঃ কালের কণ্ঠ

সর্বশেষ - খেলা