মঙ্গলবার , ৮ মার্চ ২০২২ | ২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

‘আইকনিক’ এমসিজিতে অনুষ্ঠিত হবে কিংবদন্তি ওয়ার্নের শেষকৃত্য

Paris
মার্চ ৮, ২০২২ ১০:৪০ অপরাহ্ণ

‘আইকনিক’ মেলবোর্ন ক্রিকেট  গ্রাউন্ডে (এমসিজি) শেষকৃত্য অনুষ্ঠিত হবে কিংবদন্তি স্পিনার শেন ওয়ার্নের। অস্ট্রেলিয়ান গণমাধ্যমে প্রকাশিত এক রিপোর্টে বলা হয়েছে-অন্তত এক লাখ মানুষের সামনে অনুষ্ঠিত হবে  ওয়ার্নের শেষকৃত্য।

আগামী ২-৩ সপ্তাহের মধ্যেই রাষ্ট্রীয় মর্যাদায় ওয়ার্নের শেষকৃত্য সম্পন্ন করা হবে বলে প্রতিবেদনে বলা হয়েছে।
অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যমে এই খবর প্রকাশিত হলেও মেলবোর্নে শেষকৃত্য হবে তা এখনও নিশ্চিত করেননি, ওয়ার্নের দীর্ঘদিনের ম্যানেজার জেমস এরসকাইন। তবে এটিও জানিয়েছেন তিনি, ওয়ার্নের মত কিংবদন্তি ক্রিকেটারের শেষকৃত্যর জন্য মেলবোর্নই  সঠিক স্থান।

ওয়ার্নের আত্মার শান্তি কামনায় শেষকৃত্যের এই পাবলিক মেমোরিয়াল অনুষ্ঠানে উপস্থিত থাকবেন তার  পুরো পরিবার।

অস্ট্রেলিয়ান রুলস ফুটবল শুরু হয়েছে। তাই ২ থেকে ৩ সপ্তাহের মধ্যে শেষকৃত্য আয়োজন করা হবে।
১৯৬৯ সালের ১৩ সেপ্টেম্বর অস্ট্রেলিয়ার মেলবোর্নের ভিক্টোরিয়ায় জন্মগ্রহন করেছিলেন ওয়ার্ন। জন্মস্থান মেলবোর্ন জুড়ে সব স্মৃতি ওয়ার্নের। ঘরোয়া ক্রিকেটে মেলবোর্নের রাজ্যদল ভিক্টোরিয়ার হয়ে দীর্ঘদিন খেলেছেন তিনি। ২০০৬ সালে বক্সিং ডে টেস্টে মেলবোর্ন মাঠেই প্রথম বোলার হিসেবে ৭০০ টেস্ট উইকেট শিকার করেন ওয়ার্ন। ১৯৯৪ সালে এমসিজিতেই ইংল্যান্ডের বিপক্ষে টেস্টে হ্যাটট্রিক করেছিলেন ওয়ার্ন।

 

সূত্রঃ বাংলাদেশ প্রতিদিন

সর্বশেষ - খেলা